শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাটে মোশন ছবি শেয়ার করার সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

whatsapp latest news

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন একটি সুবিধা — মোশন ছবি শেয়ার করার সুযোগ। এই সুবিধাটি অনেকটা অ্যাপলের আইওএস-এর লাইভ ফটোর মতো, যেখানে অল্প সময়ের গতিশীলতা ও সাউন্ডসহ ছবি পাঠানো যাবে। কোম্পানির উদ্দেশ্য হলো এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মিডিয়া শেয়ারিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করা।

বর্তমানে এই সুবিধার পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছে এবং এটি অ্যানড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ২.২৫.২২.২৯ সংস্করণে দেখা গেছে।


বিজ্ঞাপন


আলাদা কোনো তৃতীয় পক্ষের অ্যাপ লাগবে না

বিশ্লেষক ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, কিছু বিটা ব্যবহারকারীর কাছে ইতোমধ্যে এই সুবিধা পৌঁছে গেছে। বিটা ব্যবহারকারী হলে আপডেট ইনস্টল করার পর চ্যাট, গ্রুপ এবং চ্যানেলে গতিশীল ও সাউন্ড যুক্ত ছবি শেয়ার করা যাবে। সুবিধাটি সক্রিয় হলে চ্যাট করার সময় একটি বিজ্ঞপ্তিও প্রদর্শিত হবে। এর ফলে আলাদা কোনো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করার দরকার হবে না।

appp

অনেক ডিভাইসে আগেই আছে মোশন ছবি সুবিধা


বিজ্ঞাপন


গতিশীল ছবি বা মোশন ফটো অনেক অ্যানড্রয়েড ডিভাইসে আগেই রয়েছে। যেমন, স্যামসাং গ্যালাক্সিতে এটি ‘মোশন ফটো’ নামে পরিচিত এবং গুগল পিক্সেলে ‘টপ শট’ বা ‘মোশন ফটোস’ নামে পাওয়া যায়। এসব ডিভাইস ক্যামেরার শাটার চাপার কয়েক সেকেন্ড আগে ও পরে মুহূর্তগুলো স্বয়ংক্রিয়ভাবে ধারণ করে রাখে, যা সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ হিসেবে স্থির ছবির সঙ্গে যুক্ত থাকে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারও একই পদ্ধতিতে কাজ করবে।

অডিও যুক্ত মোশন ছবিতে প্রাণবন্ত মুহূর্ত

রিপোর্ট অনুযায়ী, নতুন হোয়াটসঅ্যাপ ফিচার অডিও রেকর্ডিংয়ের সময় অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং গতিশীলতার সঙ্গে সাউন্ড যুক্ত হয়ে মুহূর্তকে আরও প্রাণবন্ত করবে। ব্যবহারকারীরা গ্যালারি থেকে মোশন ছবি নির্বাচন করলে ‘গতি মোড’ নামের একটি বিকল্পও পাবেন। ছবি প্রাপক যখন ছবি পাবে, তখন থাম্বনেলের ওপর একটি ছোট মোশন চিহ্ন দেখা যাবে।

আরও পড়ুন: ট্রুকলার গ্রাহকদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে কল রেকর্ডিং সুবিধা

বর্তমানে এই সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও শিগগিরই এর স্থায়ী সংস্করণ বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীর জন্য চালু হবে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর