শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের চেয়েও সস্তা ওয়ানপ্লাসের এই ট্যাব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম

শেয়ার করুন:

oneplus tab

ওয়ানপ্লাস সম্প্রতি ভারতে তাদের কম দামের ট্যাবলেট ওয়ানপ্লাস প্যাড লাইট বাজারে এনেছে। ফিচারের তুলনায় এর দাম বেশ সাশ্রয়ী। ট্যাবলেটটির দুটি সংস্করণ রয়েছে—

শুধু ওয়াই-ফাই সংস্করণ (৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি সংরক্ষণক্ষমতা) – দাম প্রায় ২০ হাজার টাকা


বিজ্ঞাপন


ওয়াই-ফাই + ৪জি এলটিই সংস্করণ (৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি সংরক্ষণক্ষমতা) – দাম প্রায় ২২ হাজার ৫০০ টাকা

আকর্ষণীয় ছাড়

নির্বাচিত ব্যাংক কার্ডে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড়, সঙ্গে সীমিত সময়ের জন্য অতিরিক্ত ১ হাজার ২৫০ টাকা ছাড়। এছাড়া, ৬ মাস পর্যন্ত বিনা সুদে কিস্তিতে কেনার সুযোগও থাকবে। এসব অফারের পরে দাম আরও কমে যাবে।

tab


বিজ্ঞাপন


কোথায় পাওয়া যাবে

১ আগস্ট ২০২৫ থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট, ওয়ানপ্লাসের ওয়েবসাইট এবং ভারতের বিভিন্ন খুচরা দোকানে পাওয়া যাবে।

প্রধান বৈশিষ্ট্য

ডিসপ্লে: ১১ ইঞ্চি, ৮৫.৩% স্ক্রিন-টু-বডি অনুপাত, ১৬:১০ অনুপাত, ১০-বিট রঙের গভীরতা, ৫০০ নিট উজ্জ্বলতা, চোখের আরামের প্রযুক্তি

ব্যাটারি: ৯৩৪০ এমএএইচ, একটানা ৮০ ঘণ্টা গান বা ১১ ঘণ্টা ভিডিও চালানো যাবে

চার্জিং: ৩৩ ওয়াট দ্রুত চার্জ প্রযুক্তি

tab2

অডিও: উন্নত শব্দ প্রযুক্তি

বিশেষ সুবিধা: শিশুদের জন্য বিশেষ মোড, পিতামাতার নিয়ন্ত্রণ ব্যবস্থা, চোখের সুরক্ষা সেটিংস, আগে থেকেই ইনস্টল করা গুগল কিডস স্পেস

আরও পড়ুন: 

ওয়ানপ্লাসের দাবি, এই ট্যাবলেটটি শুধু দেখতে নয়, ফিচারেও সমৃদ্ধ—বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত শব্দ প্রযুক্তি একে প্রতিযোগিতামূলক দামে সেরা বিকল্পে পরিণত করেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর