স্মার্টফোনে আমরা এমন কিছু অ্যাপস ব্যবহার করি যেগুলো আমাদের অজান্তে বিপদ ডেকে আনে। তাই এসব অ্যাপস চিনে নিয়ে ফোন থেকে ডিলিট করে দেওয়া উচিত।
সম্প্রতি ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের পক্ষে চলমান স্ক্যাম থেকে মানুষকে নিরাপদ থাকার জন্য আর্জি জানানো হয়েছে। ওই সাইটে ব্যবহারকারীদের এই পরামর্শ দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে অন্যতম হল - নিজের স্মার্টফোন থেকে নির্দিষ্ট কিছু অ্যাপস ডিলিট করতে হবে। এমনকি এই সমস্ত অ্যাপ রি-ইনস্টল করার বিষয়েও ব্যবহারকারীদের সতর্ক করেছে সংশ্লিষ্ট পোর্টালটি।
বিজ্ঞাপন
এড়িয়ে চলতে হবে এই সমস্ত অ্যাপ:
সাইবার ক্রাইম রিপোর্টিং ওয়েবসাইট কড়া ভাবে পরামর্শ দিয়ে জানিয়েছে যে, ব্যবহারকারীদের নিজেদের ফোনে কোনওরকম স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করা চলবে না। আর যাদের ফোনে এই অ্যাপ আগে থেকেই রয়েছে, তাদেরকেও অবিলম্বে তা ডিলিট করার আর্জি জানানো হয়েছে। বিশেষ করে সেই সব ব্যবহারকারীদের জন্য এই সতর্কতা, যারা অজান্তেই এগুলো ইনস্টল করেছেন। এই ধরনের অ্যাপ ব্যবহার করলে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস পেয়ে যেতে পারে।

আর একটি অ্যাপ ইনস্টল করার সময় ব্যবহারকারীরা একাধিক পারমিশনের জন্য রিক্যুয়েস্টের মুখে পড়েন। দুর্ভাগ্যবশত এই ধরনের রিক্যুয়েস্ট এড়িয়ে গিয়ে না ভেবেচিন্তে অ্যাক্সেস দিয়ে দেন বহু ব্যবহারকারী। এতে অপরাধীরা ওটিপি এবং অন্যান্য সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পেয়ে যায়। ফলে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কত দিন পরপর ফোনের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করবেন?
সেই কারণে এই অ্যাপসগুলো ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে পরবর্তী কালেও এগুলো ব্যবহার না করাই ভালো।
কী কী প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত?
এর পাশাপাশি নিজেদের সাইবার ক্রাইম পোর্টালে আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে ভারত সরকারের পক্ষে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের প্রিভেসি সেটিংসের দিকে মনোযোগ দেওয়ার জন্যও আর্জি জানিয়েছে। সেই প্রিভেসি সেটিংস এনহ্যান্স করে ব্যবহারকারীরা নিজেদের বেশ কিছু ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য গোপন রাখতে পারবেন এবং সাইবার অপরাধীদের নিশানা থেকেও সুরক্ষিত থাকতে পারবেন।
এজেড

