শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফ্রিজ না এসি— কোনটির বিদ্যুৎ খরচ বেশি?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

freze vs ac

গরমকালে ঘরে ঠান্ডা রাখতে এসি চালানো এখন অনেক পরিবারের জন্য স্বাভাবিক বিষয়। আবার, ফ্রিজ তো সারাবছরই ২৪ ঘণ্টা চলতে থাকে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে চমকে ওঠেন অনেকেই। প্রশ্ন ওঠে ফ্রিজ না এসি, কোনটা বেশি বিদ্যুৎ খরচ করে?

এই প্রশ্নের উত্তর এককথায় দেওয়া যায় না। কারণ এটি নির্ভর করে যন্ত্রটির ক্ষমতা (ওয়াট বা টনের হিসাব), কতক্ষণ চলে, কতটা লোড নেয় এবং ঘরের পরিবেশের উপর। চলুন দুটি যন্ত্রের বিদ্যুৎ খরচের তুলনামূলক হিসাব দেখে নেওয়া যাক।


বিজ্ঞাপন


ফ্রিজে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?

একটি সাধারণ ২২০–২৫০ লিটারের ইনভার্টার ফ্রিজ দিনে গড়ে ০.৮–১ ইউনিট বিদ্যুৎ খরচ করে।

মানে মাসে আনুমানিক খরচ = ২৫–৩০ ইউনিট

ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ আরও কম বিদ্যুৎ খরচ করে। তবে বারবার দরজা খোলা বা অতিরিক্ত ভরলে খরচ বাড়ে।


বিজ্ঞাপন


freze

এসির বিদ্যুৎ খরচ কত?

একটি ১.৫ টনের ইনভার্টার এসি ঘণ্টায় খরচ করে প্রায় ০.৮–১.৫ ইউনিট বিদ্যুৎ (তাপমাত্রা ও মডেলভেদে)।

দিনে ৮ ঘণ্টা চালালে খরচ = ৮–১২ ইউনিট

মাসে আনুমানিক খরচ = ২৪০–৩৬০ ইউনিট পর্যন্ত

তাহলে কোনটা বেশি খরচ করে?

এসি তুলনামূলকভাবে অনেক বেশি ইউনিট বিদ্যুৎ খরচ করে, কারণ এটি স্বল্প সময়ে উচ্চ ক্ষমতায় ঠান্ডা করে। অন্যদিকে, ফ্রিজ সারা দিন চললেও কম বিদ্যুৎ নেয়, কারণ সেটি থেমে থেমে চলে এবং তাপমাত্রা একবারে ধরে রাখে।

বিদ্যুৎ বিল কমাতে কিছু সহজ টিপস

ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ ও এসি ব্যবহার করুন

এসির তাপমাত্রা ২৪–২৬ ডিগ্রিতে রাখুন

এসির ফিল্টার পরিষ্কার রাখুন

ফ্রিজে গরম খাবার না রাখুন এবং বারবার দরজা খুলবেন না

এনার্জি স্টার রেটিং দেখে পণ্য কিনুন

আরও পড়ুন: ফ্রিজের মতো এসিতেও বরফ জমতে পারে, জানুন প্রতিকার

ফ্রিজ বরাবরের মতোই বিদ্যুৎ খরচে বেশ সাশ্রয়ী। তবে গরমের সময়ে শুধু এসি চালানোর কারণেই বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে যায়। তাই যদি বিল বাঁচাতে চান, এসি ব্যবহারে সচেতন হোন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর