নকিয়ার প্রথম ক্যামেরা ফোন ছিল ৭৬৫০ মডেল। যা ২০০৩ সালের দিকে বাজারে আসে। মডেলটি সেই সময়ে অনেক আলোচিত ছিল। কেননা, ফিচার ফোন হলেও এতে দুর্দান্ত কিছু ফিচার ছিল। সেই সময় এই ফোন ব্যাপক সাড়া ফেলেছিল।
নকিয়া ৭৬৫০ মডেলটিতে ছিল ০.৩ মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা। সেই সময়ে এই ফিচারকে একটি প্রযুক্তিগত বিপ্লব হিসেবে দেখা হয়েছিল। ফোনটির ছিল স্লাইডার ডিজাইন, যা তখন বেশ নতুন এবং আকর্ষণীয় ছিল এটি সিমব্রিয়ান ওএস-এ চলত, যার ফলে অ্যাপ ও মাল্টিমিডিয়া ফাংশান উন্নত ছিল।
বিজ্ঞাপন
এই ফোন দিয়ে প্রথমবারের মতো মোবাইল দিয়ে ছবি তোলা সম্ভব হয়। স্লাইডার ডিজাইন, কালার ডিসপ্লে এবং সিমব্রিয়ান অপারেটিং সিস্টেম ছিল নকিয়ার ওই ফোনে।

ফোনটি যখন বাজারে আসে তখন এর দাম ছিল ৭০ হাজার টাকার আশেপাশে।
আরও পড়ুন: নকিয়া ফোনের উত্থান-পতনের কাহিনি
বিজ্ঞাপন
নকিয়া ৭৬৫০ মডেল বিশ্বের প্রথম মোবাইল ফোন যার মাধ্যমে মানুষ বুঝতে পারে, ফোন শুধু যোগাযোগের জন্য নয়, বিনোদন ও মুহূর্ত ধরে রাখার মাধ্যমও হতে পারে। সেই সময় রঙিন ডিসপ্লে ছিল বড় চমক।

নকিয়ার এই ফোনে ছিল ৪ মেগাবাইট বিল্ট-ইন মেমোরি। কোনও মেমোরি কার্ড স্লট ছিল না। এই মেমোরিতেই ছবি, অ্যাপ, মেসেজ ও অন্য ডেটা রাখতে হত।
এজেড

