শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই ভুলগুলো এড়িয়ে চলুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

battery

স্মার্টফোন এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবে অনেক ব্যবহারকারীই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন—অ্যানড্রয়েড ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া। ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ, বেশি উজ্জ্বলতা, পুরনো সফটওয়্যার, কিংবা অপ্রয়োজনীয় ফিচার চালু থাকাই এর মূল কারণ হতে পারে।

আপনার অ্যানড্রয়েড ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে নিচে ৬টি বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হলো, যেগুলো স্যামসাং, গুগল পিক্সেল, ওয়ানপ্লাসসহ সব ব্র্যান্ডের ফোনেই কার্যকর।


বিজ্ঞাপন


১. কোন অ্যাপ সবচেয়ে বেশি চার্জ খাচ্ছে তা দেখুন

সেটিংস > ব্যাটারি > ব্যাটারি ব্যবহার এ গিয়ে দেখে নিন কোন অ্যাপগুলি বেশি চার্জ খরচ করছে।

অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করতে ফোর্স স্টপ বা সীমিত করুন অপশন ব্যবহার করুন।

অ্যাডাপটিভ ব্যাটারি চালু রাখুন, যা স্বয়ংক্রিয়ভাবে কম ব্যবহৃত অ্যাপের চার্জ খরচ কমায়।


বিজ্ঞাপন


২. স্ক্রিনের উজ্জ্বলতা ও টাইমআউট কমান

অটো-ব্রাইটনেস চালু করুন যেন ফোন নিজে থেকেই আলো অনুযায়ী স্ক্রিনের উজ্জ্বলতা সমন্বয় করে।

স্ক্রিন টাইমআউট ১৫–৩০ সেকেন্ডে নির্ধারণ করুন।

ডার্ক মোড চালু করুন, বিশেষ করে ওএলইডি বা অ্যামোলেড স্ক্রিনযুক্ত ফোনে এটি কার্যকর।

smartphone_battery

৩. অপ্রয়োজনীয় সংযোগ বন্ধ করুন

লোকেশন, ওয়াই-ফাই, ব্লুটুথ ব্যবহারের সময় ছাড়া বন্ধ রাখুন।

দুর্বল সিগন্যাল এলাকায় থাকলে এয়ারপ্লেন মোড ব্যবহার করতে পারেন, এতে ব্যাটারি কম খরচ হয়।

৪. ব্যাটারি সেভার মোড চালু করুন

সেটিংস > ব্যাটারি > ব্যাটারি সেভার চালু করে রাখলে ব্যাকগ্রাউন্ড কার্যক্রম কমে যায়।

কিছু ফোনে এক্সট্রিম ব্যাটারি সেভার নামেও বিশেষ মোড থাকে।

চার্জ ২০% বা কম হলে যেন এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, সেই সেটিংস করে নিন।

৫. সফটওয়্যার ও অ্যাপ হালনাগাদ করুন

পুরনো অ্যাপে বাগ থাকতে পারে, যা চার্জ বেশি খরচ করে।

সেটিংস > সিস্টেম > সফটওয়্যার আপডেট থেকে সর্বশেষ সংস্করণ ইনস্টল করুন।

গুগল প্লে স্টোর থেকে সব অ্যাপ হালনাগাদ রাখুন।

battery

৬. ফোনের তাপমাত্রা ও ব্যাটারির স্বাস্থ্য দেখুন

অতিরিক্ত গরমে ব্যাটারির ক্ষতি হয়, তাই চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার এড়িয়ে চলুন।

ফোনকে সরাসরি রোদে রাখবেন না এবং নিম্নমানের চার্জার ব্যবহার করবেন না।

ব্যাটারি স্বাস্থ্য (যদি ডিভাইসে থাকে) দেখে নিন। ৮০%-এর নিচে নেমে গেলে ব্যাটারি বদলানোর সময় হতে পারে।

অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন।

ফোনে ম্যালওয়্যার স্ক্যান করুন, কারণ ভাইরাসও ব্যাটারি নিষ্কাশন করতে পারে।

সমস্যা স্থায়ী হলে ফ্যাক্টরি রিসেট করে দেখতে পারেন, তবে ডেটা ব্যাকআপ নিতে ভুলবেন না।

কাজ না হলে অথরাইজড সার্ভিস সেন্টার থেকে সহায়তা নিন।

আরও পড়ুন: আপনার ফোন নতুন না চোরাই বুঝবেন কীভাবে?

এই কয়েকটি টিপস অনুসরণ করলে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং বারবার চার্জ দিতে হবে না। সঠিক ব্যবহার আর রক্ষণাবেক্ষণই আপনার ফোনের পারফরম্যান্স ধরে রাখার চাবিকাঠি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর