মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কম আলোয় ভালো ছবি তুলতে ফোনের এই সেটিংস বদলান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

কম আলোয় ভালো ছবি তুলতে ফোনের এই সেটিংস বদলান

রাতের পার্টি হোক বা সন্ধ্যার শহরের রোডসাইড দৃশ্য, স্মার্টফোন দিয়ে কম আলোয় (Low Light) ভালো ছবি তোলা অনেকের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফটো ব্লার হয়ে যায়, নয়তো খুব বেশি গ্রেইনি (দানা দানা)। অথচ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস জানলে স্মার্টফোন দিয়েই চমৎকার লো-লাইট ফটোগ্রাফি করা সম্ভব। চলুন জেনে নিই, কম আলোয় ভালো ছবি তুলতে হলে কোন সেটিংসগুলো জানা জরুরি।

১. নাইট মোড (Night Mode) ব্যবহার করুন


বিজ্ঞাপন


অধিকাংশ আধুনিক স্মার্টফোনেই এখন নাইট মোড ফিচার থাকে। এটি একসাথে একাধিক এক্সপোজার নেয় এবং সফটওয়্যারের মাধ্যমে একত্র করে আলো বেশি ও স্পষ্ট ছবি দেয়।

কীভাবে পাবেন:

ক্যামেরা খুলে ‘More’ বা ‘Mode’ অপশনে যান

‘Night’, ‘Night Sight’ বা ‘Super Night’ নামে অপশন খুঁজুন


বিজ্ঞাপন


ছবির সময় ফোন স্থির রাখুন (হাত কাঁপালে ব্লার হতে পারে)

inner_realmi

২. ISO ম্যানুয়ালি ঠিক করুন (Pro/Manual Mode)

ISO মানে হলো সেন্সরের আলো গ্রহণ ক্ষমতা।

কম আলোয় ISO বাড়ালে ছবি উজ্জ্বল হয়, তবে বেশি বাড়ালে ছবি দানাদার (noise/grainy) হয়ে যেতে পারে।

পরামর্শ:

ISO 400–800 এর মধ্যে রাখুন (খুব অন্ধকারে 1000 পর্যন্ত)

ছবি গ্রেইনি হলে ISO কমিয়ে এক্সপোজার টাইম বাড়ান

৩. Shutter Speed বাড়ান (Pro Mode)

শাটার স্পিড মানে সেন্সর কতক্ষণ আলো নিচ্ছে। কম আলোয় স্পিড কমালে (অর্থাৎ সময় বাড়ালে) ছবি বেশি আলো পায়।

উদাহরণ:

1/10, 1/5 বা এমনকি 1 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন

ফোন অবশ্যই স্থির থাকতে হবে, না হলে ছবি ব্লার হবে

তাই ট্রাইপড ব্যবহার করলে ভালো ফল পাবেন

light

৪. Exposure Compensation (EV) সমন্বয় করুন

EV বাড়ালে ছবি উজ্জ্বল হয়। ক্যামেরার সেটিংসে +1 বা +2 পর্যন্ত বাড়িয়ে দেখতে পারেন।

যেভাবে পাবেন:

ক্যামেরা স্ক্রিনে স্পর্শ করলে একটি সূর্যের আইকন বা স্কেল দেখা যাবে

উপরের দিকে সোয়াইপ করে EV বাড়ান (+1 বা +2 পর্যন্ত)

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোনের পাঁচটি গোপন ফিচার, যা অনেকেরই অজানা

৫. ফোকাস ঠিক করুন

কম আলোয় অটোফোকাস অনেক সময় ব্যর্থ হয়। তাই ম্যানুয়াল ফোকাস বা স্পর্শ করে (tap to focus) সঠিক জায়গায় ফোকাস করুন।

৬. HDR মোড ব্যবহার করুন (যদি নাইট মোড না থাকে)

HDR (High Dynamic Range) মোড আলো ও ছায়ার মধ্যে ভারসাম্য এনে ছবি আরও ডিটেইলড করে তোলে। রাতে বেশি কার্যকর না হলেও, লো-লাইট ইনডোরে ভালো কাজ করে।

৭. লেন্স পরিষ্কার রাখুন

লো-লাইটে ছোট দাগ বা ধুলা থেকেও ছবি ঝাপসা বা ফ্লেয়ার হতে পারে। তাই ছবি তোলার আগে কাপড় বা টিস্যু দিয়ে লেন্স মুছে নিন।

sunset

৮. ফ্ল্যাশ ব্যবহারে সতর্ক থাকুন

ফ্ল্যাশে ছবি অতিরিক্ত ঝলসে যায় বা অপ্রাকৃত দেখায়। কাছ থেকে মানুষের ছবি তুললে ফ্ল্যাশ এড়িয়ে চলাই ভালো। চাইলে external LED light বা ring light ব্যবহার করতে পারেন।

কম আলোয় ভালো ছবি তুলতে চাইলে ক্যামেরার অটো মোডের ওপর না ভরসা করে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিজের মতো করে ঠিক করতে হবে। Pro Mode বা Manual Mode ব্যবহার করলে ISO, Shutter Speed, EV, Focus—সবকিছু নিয়ন্ত্রণে রাখা যায়। আর তাতেই আপনি তুলতে পারেন নিখুঁত লো-লাইট ছবি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর