শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার:  সহজে পড়া যাবে মেসেজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

whatsapp

হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য আনছে এক অত্যন্ত কার্যকর ও সময় সাশ্রয়ী ফিচার— দ্রুত সারসংক্ষেপ (Quick Recap)। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একাধিক আলাপচারিতা (চ্যাট) থেকে অপঠিত বার্তার সংক্ষিপ্তসার খুব সহজেই দেখে নিতে পারবেন।

ইতিমধ্যেই অ্যানড্রয়েড বিটা সংস্করণ 2.25.19.14-তে চালু হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ব্যক্তিগত বার্তার সারসংক্ষেপ ফিচার, যেখানে একটি মাত্র চ্যাটের অপঠিত বার্তাগুলোর সারাংশ দেখা যেত। এবার সেই ফিচারেই যুক্ত হচ্ছে আরও আধুনিক সুবিধা— একাধিক চ্যাটের বার্তার সংক্ষিপ্তসার একসাথে দেখা যাবে।


বিজ্ঞাপন


হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানড্রয়েড বিটা সংস্করণ 2.25.21.12-তে দেখা গেছে নতুন এই ফিচার, যার নাম দেওয়া হয়েছে দ্রুত সারসংক্ষেপ (Quick Recap)। এখানে ব্যবহারকারীরা একসঙ্গে সর্বাধিক পাঁচটি চ্যাট নির্বাচন করে তাদের অপঠিত বার্তার সারসংক্ষেপ দেখতে পারবেন।

এই ফিচারটির মাধ্যমে, যদি ব্যবহারকারীর ফোন বন্ধ থাকে বা ইন্টারনেট সংযোগে সমস্যা হয়, তবুও জমে থাকা বার্তাগুলো দ্রুত পড়ে ফেলা সম্ভব হবে।

সারসংক্ষেপ তৈরি হবে ব্যক্তিগত প্রক্রিয়ার (Private Processing) মাধ্যমে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নিজেও ব্যবহারকারীর বার্তা পড়তে পারবে না। ফলে প্রাইভেসি বজায় থাকবে শতভাগ। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কারও পক্ষেই বার্তার কোনো তথ্য দেখা সম্ভব নয়।

app


বিজ্ঞাপন


এই ফিচারটি সম্পূর্ণ বিকল্পযোগ্য (Optional), অর্থাৎ এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। ব্যবহারকারী চাইলে সেটিংসে গিয়ে চালু করতে পারবেন।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কেবল বিটা ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারছেন। সফলভাবে পরীক্ষামূলক পর্যায় শেষ হলে, এটি সকলের জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে যেভাবে পড়বেন

হোয়াটসঅ্যাপের এই নতুন দ্রুত সারসংক্ষেপ ফিচার মূলত ব্যস্ত ব্যবহারকারীদের জন্য বিশাল এক স্বস্তির খবর। অনেকগুলো চ্যাটের বার্তা একটার পর একটা না পড়ে, কয়েক সেকেন্ডেই মূল বিষয়গুলো বুঝে নেওয়া যাবে। প্রাইভেসি বজায় রেখেই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর আরও একটি উন্নত অভিজ্ঞতা দিতে চলেছে হোয়াটসঅ্যাপ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর