বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

সাড়া ফেলেছে শাওমির মি ব্যান্ড সেভেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

সাড়া ফেলেছে শাওমির মি ব্যান্ড সেভেন

নতুন ফিটনেস ব্যান্ড আনল শাওমি। মডেল মি ব্যান্ড সেভেন। চীনের বাজারে সম্প্রতি ফিটনেস ট্রাকারটি অবমুক্ত করা হয়েছে। দেশটিতে সাড়া ফেলেছে ডিভাইসটি।  

কোম্পানির লেটেস্ট জেনারেশনের ফিটনেস ব্যান্ডে রয়েছে ১.৬২ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। একাধিক হেলথ ট্র্যাকিং ছাড়াও এই ফিটনেস ব্যান্ডে রয়েছে বিভিন্ন স্পোর্টস মোড। স্লিপ ট্র্যাকিং ছাড়াও রয়েছে এসপিওটু সেন্সর। যা ব্যবহার করে রক্তে অক্সিজেনের পরিমান মেপে নেওয়া যাবে।


বিজ্ঞাপন


mi band
 
দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে শাওমি মি ব্যান্ড সেভেন। বেস মডেল ছাড়াও এনএফসি ভেরিয়েন্টে এই ফিটনেস ব্যান্ড কেনা যাবে।

দুই মডেলেই রয়েছে ১.৬২ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১৯২X৪৯০ পিক্সেলস রেজুলেশণ পাওয়া যাবে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ ৫০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে।

নতুন ব্যান্ডটিতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এই ডিভাইসে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। 

mi bandশাওমি দাবি করছে তাদের নতুন ফিটনেস ব্যান্ড এক চার্জে ১৪ দিন চলবে।


বিজ্ঞাপন


এতে রয়েছে ১২০টি স্পোর্টস মোড। এর মধ্যে চারটি প্রফেশনাল স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও থাকছে অ্যাকটিভিটি ট্র্যাকিং ও ডেটা অ্যানালিস্ট। 

চীনের বাজারে এই ফিটনেস ব্যান্ডটির দাম ২৪৯ ইউয়েন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর