শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই টিভিতে পাবেন কম্পিউটারের সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

jio tv

বাসা-বাড়ির সাধারণ টিভি কাজ করবে কম্পিউটারের মতো। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি! ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল শাখা, জিও প্ল্যাটফর্মস এমন টিভি উদ্ভাবন করেছে। যা কম্পিউটারের মতো কাজ করবে। 

জিও প্ল্যাটফর্মস এই টিভির নাম দিয়েছে ‘জিও পিসি’। এটি একটি নতুন এআই-চালিত পরিষেবা। সেট-টপ বক্সের মাধ্যমে টিভিকেই করে তোলা যাবে কম্পিউটার।


বিজ্ঞাপন


জানা গিয়েছে, জিও ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যেই এই সুবিধা পাবেন। যাদের জিও সংযোগ নেই, তারা চাইলে সাড়ে পাঁচ হাজার রুপির বিনিময়ে এটি কিনতে পারবেন। বর্তমানে এটি ট্রায়াল মোডে রয়েছে এবং ওয়েটিং লিস্ট অনুযায়ী ধাপে ধাপে পরিষেবা দেওয়া শুরু করবে জিও। একবার ইনভাইট পেলেই, কেবল একটি কি–বোর্ড ও মাউস সংযোগ করলেই টিভি স্ক্রিনে চালু হয়ে যাবে ভার্চুয়াল ডেস্কটপ।

আরও পড়ুন: বৃষ্টির দিনে ফোন চার্জ দেওয়া কতটা নিরাপদ?

তবে প্রাথমিক পর্যায়ে থাকায় এই ভার্সনে ক্যামেরা ও প্রিন্টার সংযোগের সুবিধা থাকছে না। জিও-র ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, আগে থেকে ইনস্টল করে রাখা ওপেন সোর্স লিব্রা অফিস দিয়েই কাজ চালাতে হবে। তবে ব্রাউজারের সাহায্যে মাইক্রোসফট অফিস অ্যাপের অ্যাক্সেসও মিলবে। তবে সেটুকু সীমাবদ্ধতা বাদ দিলে জিওপিসি নিয়ে বেশ আগ্রহী ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ভারতের মাত্র ১৫ শতাংশ বাড়িতে কম্পিউটার থাকলেও, ৭০ শতাংশ ঘরে রয়েছে টিভি। কিন্তু জিও এবার সেই ব্যবধান ঘোচাতে চায়।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর