শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এসব পুরনো মডেলের আইফোনের দাম নতুনের চেয়েও বেশি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

iphone

কেউ যদি তার পুরনো আইফোনটি এখনও রেখে থাকেন, তাহলে তার কাছে ভালো রকমের অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। আইফোন ১৬ সিরিজের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক ব্যবহারকারীরাই তাদের পুরনো ডিভাইসগুলো আপগ্রেড করার জন্য উঠেপড়ে লেগেছেন। এখানে সেই পুরনো আইফোন মডেলগুলোর একটি তালিকা রইল, যা এখন ভিনটেজ সিরিজে চলে গিয়েছে।

বিশ্বে এমন সংগ্রাহক আছেন যারা এই বিশেষ আইফোনগুলোর জন্য মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত। জেনে নেওয়া যাক কোন কোন আইফোন রয়েছে এই তালিকায়।


বিজ্ঞাপন


অরিজিনাল iPhone (২০০৭: ফার্স্ট জেনারেশন) স্ট্যাটাস: আলট্রা-রেয়ার কলেকটেড আইটেম আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: প্রায় ১৫,০০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ টাকা (সিল করা এবং অব্যবহৃত বক্সের জন্য) ২০০৭ সালে লঞ্চ হওয়া এই ফার্স্ট জেনারেশন আইফোন সম্প্রতি ১,৯০,০০০ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। ৮ জিবি স্টোরেজের এই ফোন অবশ্য সিল করা ছিল। 

অরিজিনাল iPhone (২০০৭: ফার্স্ট জেনারেশন)

স্ট্যাটাস: আলট্রা-রেয়ার কলেকটেড আইটেম

আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: প্রায় ১৫,০০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ টাকা (সিল করা এবং অব্যবহৃত বক্সের জন্য)


বিজ্ঞাপন


২০০৭ সালে লঞ্চ হওয়া এই ফার্স্ট জেনারেশন আইফোন সম্প্রতি ১,৯০,০০০ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। ৮ জিবি স্টোরেজের এই ফোন অবশ্য সিল করা ছিল।

iPhone 3G (২০০৮) স্ট্যাটাস: ভিনটেজ আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা যদিও এই ভ্যারিয়েন্টটি আসল আইফোনের মতো বিরল নয় (যা প্রথম লঞ্চ হয়েছিল), আইফোন ৩জি এখন ভিনটেজ হিসেবে বিবেচিত। বেন্ডিং ব্যাক এবং অ্যাপ স্টোরের প্রবর্তন এটিকে একটি ভিনটেজ আইটেম করে তুলেছে।

iPhone 3G (২০০৮)

স্ট্যাটাস: ভিনটেজ

আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা

যদিও এই ভ্যারিয়েন্টটি আসল আইফোনের মতো বিরল নয় (যা প্রথম লঞ্চ হয়েছিল), আইফোন ৩জি এখন ভিনটেজ হিসেবে বিবেচিত। বেন্ডিং ব্যাক এবং অ্যাপ স্টোরের প্রবর্তন এটিকে একটি ভিনটেজ আইটেম করে তুলেছে।

আরও পড়ুন: ফোনের চার্জার দিনভর প্লাগে লাগানোই থাকে? জানুন কী ভুল করছেন

iPhone 4 (২০১০ - স্টিভ জবস জেনরেশন) স্ট্যাটাস: ডিজাইন আইকন, সংগ্রাহকদের অন্যতম প্রিয় আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ১৫,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা আইফোন ৪ গ্লাস বডি এবং রেটিনা ডিসপ্লে সহ বাজারে এসেছিল। স্টিভ জোবসের সময়ে এটি অ্যাপলের ডিজাইনে বিপ্লব এনে দেয়। 

iPhone 4 (২০১০ - স্টিভ জবস জেনারেশন)

স্ট্যাটাস: ডিজাইন আইকন, সংগ্রাহকদের অন্যতম প্রিয়

আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ১৫,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা

আইফোন ৪ গ্লাস বডি এবং রেটিনা ডিসপ্লে সহ বাজারে এসেছিল। স্টিভ জোবসের সময়ে এটি অ্যাপলের ডিজাইনে বিপ্লব এনে দেয়।

iPhone 5 (২০১২: স্টিভ জবস জেনারেশনের শেষ ফোন) স্ট্যাটাস: হিস্টরিক্যাল মডেল আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ১০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা আইফোন ৫ হল স্টিভ জবসের আমলে ডিজাইন করা শেষ ডিভাইস। যদিও এটি খুব বিরল নয়, তবে আবেগগত মূল্য আছে। 

iPhone 5 (২০১২: স্টিভ জবস জেনারেশনের শেষ ফোন)

স্ট্যাটাস: হিস্টরিক্যাল মডেল

আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ১০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা

আইফোন ৫ হল স্টিভ জোবসের আমলে ডিজাইন করা শেষ ডিভাইস। যদিও এটি খুব বিরল নয়, তবে আবেগগত মূল্য আছে।

iPhone SE (ফার্স্ট জেনারেশন, ২০১৬) স্ট্যাটাস: কাল্ট ক্লাসিক আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ৭,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা যদি এটি সিল করা বা একেবারে নতুন অবস্থায় থাকে, তাহলে আগামী বছরগুলিতে এর মূল্য বাড়তে পারে। 

iPhone SE (ফার্স্ট জেনারেশন, ২০১৬)

স্ট্যাটাস: কাল্ট ক্লাসিক

আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: ৭,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা

যদি এটি সিল করা বা একেবারে নতুন অবস্থায় থাকে, তাহলে আগামী বছরগুলিতে এর মূল্য বাড়তে পারে।

এই পুনঃবিক্রয়ের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখা দরকার, সিল করা ইউনিট সব সময়েই বেশি দাম পাবে। তাই কোনও কারণে যদি এই আইফোনগুলোর কোনওটা সিল করা অবস্থায় পড়ে থাকে, তাহলে বক্স না খোলাই উচিত হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর