শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস স্ক্যান করার ফিচার আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১১:১৫ এএম

শেয়ার করুন:

whatsapp bangaldesh

মেটার অধীন হোয়াটসঅ্যাপ বিগত কয়েক বছর ধরেই ক্রমাগত নানা ফিচার যোগ করে চলেছে। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে এই অ্যাপ প্রায় প্রত্যেক সিজনেই নতুন ফিচার যোগ করে থাকে। এবারে হোয়াটসঅ্যাপ বিশেষ করে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে, যার মাধ্যমে ইউজাররা অ্যাপের মধ্যেই ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। আইওএস ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই ফিচারটি ব্যবহার করছেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড ইউজারদের জন্যও এই ফিচারটি নিয়ে আসতে চলেছে।

হোয়াটসঅ্যাাপ অ্যানড্রয়েড বিটা ইউজাররা এই নতুন ফিচারের সাহায্যে অ্যাপের মধ্যেই যে কোনও ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। যাই হোক, এই ফিচারটি এর আগে থেকেই মেটা মালিকানাধীন অ্যাপে উপলব্ধ রয়েছে। ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করছেন। এই নতুন ফিচারটি যোগ হওয়ার ফলে অ্যান্ড্রয়েড ইউজারদের ডকুমেন্ট স্ক্যান করার জন্য আর কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না, যা একদিকে যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে, তেমনই ডকুমেন্ট স্ক্যানিংয়ের কাজও সহজ করে দেবে।


বিজ্ঞাপন


dco

ডকুমেন্ট স্ক্যানিং ফিচারটি প্রথম হোয়াটসঅ্যাপ বিটার অ্যানড্রয়েড ভার্সন ২.২৫.১৮.২৯-এ দেখা গিয়েছিল, বিশেষ করে যখন এটি প্রাইমারি লেভেলে ছিল। এখন এই ফিচারটি পাবলিক টেস্টিংয়ের জন্যও উপলব্ধ করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করার পরে অনেক বিটা ব্যবহারকারীরাই এই নতুন ফিচারটি ব্যবহার করার কথা জানিয়েছেন।

কীভাবে ব্যবহার করা যাবে এই ফিচারটি 

সাম্প্রতিক আপডেটের পরে অ্যাটাচমেন্ট মেনুতে একটি নতুন 'স্ক্যান ডকুমেন্ট' ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারটি ইতিমধ্যে বিদ্যমান 'ব্রাউজ ডকুমেন্টস' এবং 'সিলেক্ট ফ্রম' অপশনগুলিতে দেখা যাচ্ছে। এই নতুন ফিচারটিতে ট্যাপ করলে ইউজারদের অ্যানড্রয়েড ডিভাইসের ক্যামেরা খুলে যাবে, যার ফলে তারা সরাসরি ডকুমেন্টের একটি ছবি তুলতে এবং শেয়ার করতে পারবেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনের চার্জার দিনভর প্লাগে লাগানোই থাকে? জানুন কী ভুল করছেন

এই ফিচারটিতে দুটি অপশন রয়েছে: ম্যানুয়াল এবং অটোমেটিক। ম্যানুয়াল মোডে ইউজাররা কখন ছবি তুলতে হবে তা নির্ধারণ করতে পারবেন, অন্য দিকে, অটোমেটিক মোডে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয় ভাবে ডকুমেন্ট সনাক্ত করবে এবং ছবি ক্যাপচার করবে। এর ফলে স্ক্যানিং প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত হবে। 

ছবি ক্যাপচার করার পরে, হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে ওই ইমেজটি প্রসেস করবে এবং এটিকে পিডিএফ ফর্ম্যাটে রূপান্তরিত করবে। এটি ফাইলটিকে তাৎক্ষণিক ভাবে পার্সোনাল চ্যাট বা গ্রুপ মেসেজে শেয়ার করার অনুমতিও দেওয়া হবে। সম্পূর্ণ স্ক্যানিং এবং রূপান্তর প্রক্রিয়াটি ইউজারের ফোনেই সম্পন্ন হবে, অ্যানড্রয়েড নেটিভ ডকুমেন্ট ক্যাপচার এপিআই ব্যবহার করেও এটি করা যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর