শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের মেইন ক্যামেরা কোনটি?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

camera

বর্তমান স্মার্টফোনগুলোতে ২টি, ৩টি এমনকি ৫টি পর্যন্ত ক্যামেরা থাকতে পারে। তবে এত ক্যামেরার ভিড়ে অনেকেই বুঝে উঠতে পারেন না ‘মেইন ক্যামেরা কোনটি?’ চলুন জেনে নিই সহজভাবে-

মেইন ক্যামেরা বলতে কী বোঝায়?


বিজ্ঞাপন


মেইন ক্যামেরা হলো সেই ক্যামেরা সেন্সর,

যা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ক্যামেরা,

সাধারণত সবচেয়ে বেশি মেগাপিক্সেল এবং ডিফল্টভাবে যেটি দিয়ে ছবি তোলা হয়।

ফোনের পিছনের দিকের যে ক্যামেরাটি:


বিজ্ঞাপন


মোট ক্যামেরার মধ্যে সবচেয়ে বড় লেন্সে বসানো,

সাধারণ মোডে ছবি তুললে যেটি সক্রিয় থাকে,

সেটা-ই হয় মেইন ক্যামেরা।

main_camera

অনেক সময় ফোনে লেখা থাকে:

‘64MP Main’

‘50MP Wide (Main)’

এসব দেখেই চেনা যায় মেইন ক্যামেরা কোনটি।

সহজভাবে মনে রাখার কৌশল:

ফোনের ক্যামেরা সেটিংসে গিয়ে ‘Photo Mode’ চালু করুন।

এবার আঙুল দিয়ে একটি একটি ক্যামেরা লেন্স আঙুল দিয়ে ঢেকে দেখুন।

আরও পড়ুন: স্মার্টফোনে কোন ধরনের ডিসপ্লে ভালো?

যেটা ঢাকলে স্ক্রিনে ব্লক হয়ে যায়, সেটাই আপনার মেইন ক্যামেরা।

ফোনের মেইন ক্যামেরা হলো সবচেয়ে ভালো মানের ও প্রধান ক্যামেরা, যেটি সাধারণ ছবি তোলার জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হয়। বাকি ক্যামেরাগুলো সহায়ক হিসেবে কাজ করে বিশেষ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর