বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সাধারণভাবে আমরা যে জিনিসটি দেখি, তা হলো তামার বা অ্যালুমিনিয়ামের তৈরি বৈদ্যুতিক তার। এই তারের মাধ্যমেই ঘরে, অফিসে, রাস্তায়—সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, তার ছাড়া কি বিদ্যুৎ পরিবহন করা যায়? অবাক করা হলেও উত্তর হলো—হ্যা, যায়। তবে তা কিছু নির্দিষ্ট পরিস্থিতি ও প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ।
তার ছাড়া বিদ্যুৎ পরিবহন কীভাবে সম্ভব?
এর পেছনে রয়েছে কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি। নিচে সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো—
১. ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন (Wireless Power Transmission - WPT)
এটি এমন এক প্রযুক্তি যার মাধ্যমে বেতার তরঙ্গ (Electromagnetic Wave) ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ পাঠানো যায়।

বিজ্ঞাপন
প্রধান প্রযুক্তিগুলো:
ইন্ডাকটিভ কাপলিং (Inductive Coupling):
খুব কাছাকাছি দুইটি কুণ্ডলীর মধ্যে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বিদ্যুৎ আদান-প্রদান হয়।
এটি বর্তমানে ওয়্যারলেস চার্জার (যেমন: স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি)–এ ব্যবহার হচ্ছে।
রেজোনান্ট ইন্ডাকটিভ কাপলিং (Resonant Inductive Coupling):
তুলনামূলক দূরত্বে বিদ্যুৎ পাঠাতে ব্যবহৃত হয়। গবেষণার পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এর ব্যবহার বাড়বে।
মাইক্রোওয়েভ ট্রান্সমিশন:
বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তর করে পাঠানো হয়, পরে তা আবার বিদ্যুতে রূপান্তরিত হয়।
পরীক্ষামূলকভাবে দূরবর্তী স্যাটেলাইট থেকে পৃথিবীতে বিদ্যুৎ পাঠাতে এই প্রযুক্তি বিবেচনায় রয়েছে।
লেজার ভিত্তিক ট্রান্সমিশন:
বিদ্যুৎকে লেজারে রূপান্তর করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাঠানো হয়। এটি অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ পাঠাতে সক্ষম, তবে নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা রয়েছে।

২. তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার
নিউইয়র্কে বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা প্রথম এই ধরনের প্রযুক্তির পরীক্ষা করেন। তার 'টেসলা কয়েল' ছিল এক প্রকার তারবিহীন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। যদিও তখনকার প্রযুক্তিতে এটি কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি।
বর্তমান ব্যবহার কোথায় কোথায় হচ্ছে?
স্মার্টফোনের ওয়্যারলেস চার্জার
ইলেকট্রিক গাড়ির ওয়্যারলেস চার্জিং স্টেশন
পেসমেকার, হিয়ারিং এইডের মতো চিকিৎসা যন্ত্রে
উচ্চ প্রযুক্তির ড্রোন বা সেনাবাহিনীর কিছু ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে

সীমাবদ্ধতা:
দূরত্বের সীমা
শক্তি হ্রাস (Efficiency কম)
ব্যয়বহুল প্রযুক্তি
নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি
বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা এখন এমন প্রযুক্তির দিকে এগোচ্ছেন, যেখানে তার ছাড়াও বিদ্যুৎ পরিবহন সম্ভব হবে। যদিও এটি এখনো সীমিত ও ব্যয়বহুল, ভবিষ্যতে হয়তো ঘরে বসেই তারবিহীন চার্জিং, এমনকি পুরো শহরের বিদ্যুৎব্যবস্থাও হতে পারে ওয়্যারলেস।
আরও পড়ুন: অন্যের চার্জার দিয়ে নিজের ফোন চার্জ দিলে কী হয়?
তাই বলা যায়, তার ছাড়া বিদ্যুৎ পরিবহন সম্ভব, তবে তা নির্ভর করছে প্রযুক্তি, প্রয়োগ এবং নিরাপত্তার ওপর।
এজেড

