এখনকার স্মার্টফোনে সামনের ও পেছনের উভয় দিকেই ক্যামেরা থাকা একেবারে স্বাভাবিক বিষয়। কিন্তু যখন ফিচার ফোনের কথা আসে, তখন আমরা দেখতে পাই বেশিরভাগ ফোনে শুধু পেছনের (ব্যাক) ক্যামেরা থাকে, কিন্তু সামনের (সেলফি) ক্যামেরা থাকে না। অনেকেই জানতে চান ফিচার ফোনে সেলফি ক্যামেরা না থাকার কারণ কী?
এই প্রতিবেদনে ফিচার ফোনে সেলফি ক্যামেরা না থাকার মূল কারণগুলো তুলে ধরা হলো।
ফিচার ফোন কী?
ফিচার ফোন হলো এমন একটি মোবাইল যেটিতে বেসিক ফোন ফিচারের পাশাপাশি কিছু অতিরিক্ত সুবিধা থাকে, যেমন-
কালার ডিসপ্লে
মিউজিক প্লেয়ার
ক্যামেরা
বিজ্ঞাপন
ইন্টারনেট ব্রাউজার
কিছু অ্যাপ (যেমন Facebook Lite, YouTube Go)
তবে এটি স্মার্টফোনের মতো টাচস্ক্রিন, হাই কনফিগারেশন বা উন্নত ক্যামেরা সাপোর্ট করে না।

সেলফি ক্যামেরা না থাকার কারণ
১. ডিজাইনের সীমাবদ্ধতা
ফিচার ফোনের স্ক্রিন সাধারণত ছোট এবং উপরের অংশে থাকে স্পিকার বা সেন্সর। সেখানে ক্যামেরা বসানোর জায়গা খুব সীমিত। ফলে সামনের দিকে অতিরিক্ত ক্যামেরা বসানো ডিজাইনগতভাবে কঠিন হয়ে পড়ে।
২. কম খরচে উৎপাদনের লক্ষ্যে
ফিচার ফোন তৈরি করা হয় সাধারণত নিম্নমূল্যের বাজার লক্ষ্য করে। সেলফি ক্যামেরা বসাতে অতিরিক্ত হার্ডওয়্যার, সফটওয়্যার সাপোর্ট ও ম্যানুফ্যাকচারিং খরচ বাড়ে। এই খরচ এড়ানোর জন্যই নির্মাতারা সেলফি ক্যামেরা বাদ দিয়ে থাকেন।

৩. সেলফির প্রয়োজনীয়তা কম
ফিচার ফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ মূলত কল, মেসেজ, রেডিও ও অল্প বিস্তর ছবি তোলার জন্য ফোন ব্যবহার করেন। তারা সাধারণত ভিডিও কল বা সেলফি তোলেন না। তাই এই ফোনে সেলফি ক্যামেরার চাহিদাও কম।
৪. সফটওয়্যার ও প্রসেসিং শক্তি সীমিত
সেলফি ক্যামেরা চালাতে ফোনে প্রয়োজন হয় ফ্রন্ট ক্যামেরা সফটওয়্যার, ফেস ডিটেকশন ও ছবি প্রিভিউ ফিচার। ফিচার ফোনের প্রসেসর, RAM ও অপারেটিং সিস্টেম এতটা শক্তিশালী নয় যাতে সেলফি ক্যামেরা চালানো সম্ভব হয়।
৫. ব্যাটারির ওপর বাড়তি চাপ
সেলফি ক্যামেরা চালাতে বেশি ব্যাটারি খরচ হয়, বিশেষ করে যদি স্ক্রিন বড় না হয় বা ব্যাটারি ছোট হয়। ফিচার ফোনে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব গুরুত্বপূর্ণ, তাই সেলফি ক্যামেরা না রাখাই যৌক্তিক।

কিছু ব্যতিক্রম রয়েছে
যদিও বেশিরভাগ ফিচার ফোনে সেলফি ক্যামেরা থাকে না, তবুও কিছু মডেলে সামনের ক্যামেরা যুক্ত করা হয়েছে।
উদাহরণ:
itel it2182 Selfie
Lava Flip
Nokia 6300 4G (সফটওয়্যার-ভিত্তিক ফ্রন্ট ক্যামেরা)
তবে এসব ফোনেও সেলফি ক্যামেরা খুব কম ক্ষমতাসম্পন্ন ও সীমিত ফিচার বিশিষ্ট।
আরও পড়ুন: যেসব অ্যানড্রয়েড ফোনে ক্যামেরা থাকে না
ফিচার ফোনে সেলফি ক্যামেরা না থাকার মূল কারণ হলো—কম দামে কার্যকর ফোন তৈরি করা, যেখানে কম্পোনেন্ট ও সফটওয়্যার সীমিত রাখা হয়। ডিজাইন, ব্যাটারি ও প্রসেসিং ক্ষমতার সীমাবদ্ধতা থাকার ফলে নির্মাতারা সেলফি ক্যামেরা যুক্ত করার প্রয়োজন মনে করেন না।
অতএব, যদি আপনার মূল লক্ষ্য সেলফি তোলা হয়, তাহলে স্মার্টফোনই হবে আপনার সঠিক পছন্দ। আর শুধুই কল, মেসেজ বা সাধারণ ছবি তোলার জন্য ফিচার ফোন যথেষ্ট।
এজেড

