শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিশিং মেসেজ বা লিংক চিনবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১০:১৯ এএম

শেয়ার করুন:

ফিশিং

ডিজিটাল যুগে ফিশিং (Phishing) হলো একটি বিপজ্জনক সাইবার প্রতারণার পদ্ধতি, যেখানে হ্যাকাররা ভুয়া মেসেজ বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাংক অ্যাকাউন্ট, ফেসবুক পাসওয়ার্ড, ওটিপি—সবই ঝুঁকির মধ্যে পড়ে। কিন্তু একটু সচেতন হলেই ফিশিং থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

নিচে ফিশিং মেসেজ বা লিংক চেনার কিছু সহজ উপায় দেওয়া হলো—


বিজ্ঞাপন


১. অচেনা নম্বর বা ইমেইল অ্যাড্রেস

ফিশিং মেসেজগুলো সাধারণত অপরিচিত নম্বর বা অদ্ভুত ইমেইল অ্যাড্রেস থেকে আসে। যেমন- [email protected] বা [email protected] ইত্যাদি। এগুলোর সঙ্গে কোনও প্রতিষ্ঠানের আসল ঠিকানার মিল নেই।

phising

২. জরুরি দাবি বা ভয় দেখানো

ফিশিং মেসেজে সাধারণত বলা হয়—

‘আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে’
‘তৎক্ষণাৎ এই লিংকে ক্লিক করুন’,
‘লটারি জিতেছেন, তথ্য দিন’ ইত্যাদি।

এই ধরনের অতিরিক্ত চাপ বা ভয় দেখানো হলে সাবধান হতে হবে।

৩. বানান বা ব্যাকরণে ভুল

ফিশিং বার্তায় প্রায়ই বানানে ভুল থাকে, যেমন:

‘Congratulation! U win prise’

এটি একটি স্পষ্ট লক্ষণ যে বার্তাটি ভুয়া।

৪. সন্দেহজনক লিংক

লিংকটি দেখেই অনেক সময় বোঝা যায় এটি সন্দেহজনক। যেমন:

www.banklogin-secure.xyz

facebook-support.freegift.com

লিংকে ক্লিক করার আগে তা ভালোভাবে যাচাই করুন।

capture

৫. ব্যক্তিগত তথ্য চাওয়া হয়

কোনও মেসেজ যদি পাসওয়ার্ড, ওটিপি, কার্ড নাম্বার, পিন ইত্যাদি চায়, তা নিঃসন্দেহে ফিশিং। প্রকৃত প্রতিষ্ঠানগুলো কখনও এসব তথ্য বার্তা বা ফোনে চায় না।

কী করবেন ফিশিং সন্দেহ হলে

মেসেজ বা ইমেইলটি এড়িয়ে চলুন।

কখনও লিংকে ক্লিক করবেন না।

আরও পড়ুন: টিনের ঘরে নেটওয়ার্ক পায় না কেন?

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করুন।

সন্দেহজনক লিংক বা নম্বর রিপোর্ট করুন।

ফোনে সুরক্ষিত ব্রাউজার ও অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

একটি ভুল ক্লিকেই আপনার ডেটা বা টাকা চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর