শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিসাইল

চালকহীন ক্ষেপণাস্ত্র যেভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১১:০১ এএম

শেয়ার করুন:

missale how does it works

আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র (Missile) এক ভয়ঙ্কর ও কার্যকর অস্ত্র। এরা চালক ছাড়া নিজেই আকাশে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। কিন্তু প্রশ্ন জাগে— চালক নেই, তবুও কীভাবে একটি ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে? এর উত্তর রয়েছে এর ভেতরের অত্যাধুনিক প্রযুক্তি ও নির্দেশনা ব্যবস্থায়।

ক্ষেপণাস্ত্র কী?

ক্ষেপণাস্ত্র হলো একটি চালকবিহীন, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত অস্ত্র যা বিস্ফোরকসহ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র স্থল, সাগর, নদী কিংবা আকাশ থেকে ছোঁড়া হতে পারে।

driverless_missile

ক্ষেপণাস্ত্রের মূল অংশ

একটি ক্ষেপণাস্ত্র সাধারণত ৪টি গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত। এগুলো হলো-


বিজ্ঞাপন


১. প্রপালশন সিস্টেম: গতি ও শক্তি জোগায় (যেমন রকেট ইঞ্জিন)
২. গাইডেন্স সিস্টেম: কোন দিকে যাবে, তা নির্ধারণ করে
৩. কন্ট্রোল সিস্টেম: গতি ও দিক নিয়ন্ত্রণ করে
৪. ওয়ারহেড (Warhead): বিস্ফোরক বহন করে, যা লক্ষ্যবস্তুকে ধ্বংস করে

কীভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছায়?

১. লঞ্চিং (উৎক্ষেপণ)

মাটি, জাহাজ, বিমান বা সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। প্রথম ধাপে এটি রকেট ইঞ্জিনের মাধ্যমে আকাশে উঠে।

iron_dome

২. গাইডেন্স সিস্টেম চালু হয়

ক্ষেপণাস্ত্র তার অভ্যন্তরীণ কম্পিউটার ও সেন্সরের সাহায্যে নিজেই বুঝতে পারে কোন পথে তাকে যেতে হবে। এতে ব্যবহৃত হয়-

GPS (স্যাটেলাইট নির্দেশনা)

ইনফ্রারেড সেন্সর

রাডার

ইনর্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (INS)

৩. ট্র্যাকিং ও দিক সংশোধন

মধ্য পথে কোনো বাধা থাকলে ক্ষেপণাস্ত্র নিজে থেকেই দিক পরিবর্তন করতে পারে। অনেক ক্ষেপণাস্ত্র ‘মৌমাছির মতো’ লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে অনুসরণ করে।

missile

৪. টার্গেটে আঘাত

শেষ ধাপে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর একদম কাছাকাছি গিয়ে ওয়ারহেড ফাটিয়ে দেয়, যা শক্তিশালী বিস্ফোরণ ঘটায়।

চালক ছাড়াও কীভাবে ক্ষেপণাস্ত্র চালিত হয়?

ক্ষেপণাস্ত্রের মধ্যে থাকে অত্যাধুনিক কম্পিউটার চিপ, সেন্সর, জাইরোস্কোপ ও সফটওয়্যার। এগুলো ক্ষেপণাস্ত্রকে নির্দিষ্ট পথে চালিয়ে নিয়ে যায়, ঠিক যেমন জিপিএস চালু করা গাড়িকে গন্তব্যে পৌঁছে দেয়।

target

ক্ষেপণাস্ত্রের ধরণ অনুযায়ী দিকনির্দেশনা

১. Ballistic Missile: নির্দিষ্ট কক্ষপথে গিয়ে পড়বে—লক্ষ্যে পৌঁছাতে ‘gravity’ ব্যবহার করে
২. Cruise Missile: নিচু উচ্চতায় উড়ে যায়, নিজের মতো করে রাস্তা অনুসরণ করে
৩. Smart Missile: লক্ষ্যবস্তু চিনে ফেলে ও সেটিকে অনুসরণ করে (Heat/IR/Radar-guided)

আরও পড়ুন: হাইপারসনিক মিসাইল কী? কোন কোন দেশের এই যুদ্ধাস্ত্র রয়েছে জানুন

ক্ষেপণাস্ত্র চালকবিহীন হলেও একেকটি যেন অত্যাধুনিক রোবট। প্রযুক্তির চরম উৎকর্ষ দিয়ে এটি লক্ষ্যবস্তু নির্ণয়, পথ ঠিক করা ও নিখুঁত আঘাত হানার ক্ষমতা রাখে। যুদ্ধের মাঠে ক্ষেপণাস্ত্র এখন শুধু অস্ত্র নয়, বরং যুদ্ধকৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর