শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদে ছবির বন্যায় ফোনের স্টোরেজ ফুল? জানুন ছবি সংরক্ষণের সেরা উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

smartphone pic

ঈদের আনন্দ স্মৃতি হয়ে থাকে ছবি আর ভিডিওর ফ্রেমে। আত্মীয়-স্বজনের সঙ্গে সেলফি, খাবারের ছবি, আউটিং, পারিবারিক মিলনমেলা—সবকিছুই আমরা তুলে রাখি স্মার্টফোনে। কিন্তু এতসব স্মৃতি ধরে রাখতে গিয়েই অনেকের ফোন বলছে, “Storage Full!” আর তখনই শুরু হয় ঝামেলা—নতুন ছবি তোলা যায় না, ফোন ধীরগতি হয়ে পড়ে।

তবে চিন্তার কিছু নেই। আপনি চাইলে সহজেই ছবি সংরক্ষণ করে ফোনকে আবার আগের মতো ফাঁকা ও ফাস্ট করে তুলতে পারেন। নিচে দেওয়া হলো নিরাপদে ছবি রাখার কিছু কার্যকর ও আধুনিক পদ্ধতি।


বিজ্ঞাপন


১. ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন

সর্বোত্তম ও নিরাপদ উপায় হলো ছবি ক্লাউডে আপলোড করে রাখা। এতে ফোনের স্টোরেজ খালি হয় এবং ছবি হারিয়ে যাওয়ার ভয়ও কমে।

Google Photos: অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য আদর্শ। সীমিত ফ্রি স্টোরেজসহ রয়েছে অটোমেটিক ব্যাকআপ ফিচার।

Apple iCloud: আইফোন ব্যবহারকারীদের জন্য সেরা বিকল্প।


বিজ্ঞাপন


OneDrive / Dropbox: সকল প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য।

পরামর্শ: Wi-Fi সংযোগে থাকাকালীন অটো-ব্যাকআপ অন করে রাখুন।

full

২. ল্যাপটপ বা কম্পিউটারে সংরক্ষণ করুন

আপনার ফোনকে USB দিয়ে কম্পিউটারে সংযুক্ত করে সহজেই ছবি ট্রান্সফার করতে পারেন।

আলাদা ফোল্ডার তৈরি করে বছরের বা ইভেন্ট অনুযায়ী ছবি সংরক্ষণ করুন।

চাইলে পেনড্রাইভ বা এক্সটার্নাল হার্ডড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন।

৩. ফটো ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করুন

চিত্র সংরক্ষণের পাশাপাশি অর্গানাইজ করার জন্য Google Photos, Amazon Photos, বা Simple Gallery-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: ফেসবুক পোস্টের কমেন্টে @followers বা @everyone ট্যাগ করলে কী হয়?

৪. অপ্রয়োজনীয় ছবি ডিলিট করুন

অনেকসময় একই দৃশ্যের ৪–৫টি ছবি তোলা হয়। বেছে বেছে সেরা ছবিটি রেখে বাকি ডিলিট করুন।

WhatsApp, Messenger-এ আসা অপ্রয়োজনীয় মিডিয়া মুছে ফেলুন।

৫. প্রাইভেসি ও নিরাপত্তার বিষয়টি ভুলবেন না

ক্লাউডে ছবি রাখার আগে দুই-স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করুন।

ব্যক্তিগত ছবি বা গোপন তথ্যবিশিষ্ট ফাইল ব্যাকআপের আগে এনক্রিপশন বা লক অপশন ব্যবহার করুন।

৬. স্মার্টফোনে মাইক্রো এসডি কার্ড যুক্ত করুন (যদি সম্ভব হয়)

অনেক ফোনে অতিরিক্ত মেমোরি কার্ড যোগ করে আলাদা ফটো স্টোরেজ তৈরি করা যায়। তবে গুরুত্বপূর্ণ ছবি সরাসরি মেমোরি কার্ডে না রেখে ব্যাকআপ রাখাই ভালো।

ঈদের স্মৃতি অমূল্য, কিন্তু সেই স্মৃতি ধরে রাখতে চাই স্মার্ট ব্যবস্থাপনা। ছবি সংরক্ষণের এসব উপায় শুধু ফোনের জায়গা ফাঁকা করবে না, বরং আপনার দামী মুহূর্তগুলোকেও রাখবে নিরাপদ ও দীর্ঘস্থায়ীভাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর