শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের কভারে জীবাণুর বাসা, পরিষ্কার করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

SMARTPHONE COVER

আমরা প্রতিদিন গড়ে ২০০ বারের বেশি স্মার্টফোনে হাত দিই। ফোন চলে খাবার টেবিলে, বাসে, রাস্তায়, টয়লেটেও। অথচ একে পরিষ্কার করার কথা মাথায়ও আসে না অনেকের। গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনের স্ক্রিন এবং কভারে থাকা জীবাণুর সংখ্যা টয়লেট সিটের চেয়েও বেশি হতে পারে! বিশেষ করে ফোনের কভার—যা ধুলা, ঘাম, তেল ও জীবাণুর আদর্শ আবাসস্থল। তাই নিয়মিত পরিষ্কার না করলে ফোনের কভার হয়ে উঠতে পারে আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

 ফোনের কভারে জীবাণুর বাসা কেন হয়?

কভার গরম ও ঘামের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে।

অনেকেই কভার মাসের পর মাস না খুলে ব্যবহার করেন।

খাবার খাওয়ার সময়, রান্নাঘরে বা বাথরুমে ফোন ব্যবহার করার কারণে জীবাণু আরও বেশি জমে।

ফোনের কভার পরিষ্কারের সঠিক উপায়

১. কভার খুলে ফেলুন

প্রথমে ফোনের কভারটি খুলে ফেলুন। ফোনে থাকা অবস্থায় কভার পরিষ্কার করবেন না।

main_clean

২. হালকা সাবান পানিতে ভিজিয়ে পরিষ্কার করুন

একটি পাত্রে হালকা গরম পানি ও তরল সাবান (লিকুইড হ্যান্ডওয়াশ) মিশিয়ে নিন।

কভারটি তাতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন।

পরে টুথব্রাশ বা নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন।

বিশেষ করে কোণায় জমে থাকা ময়লা লক্ষ্য করে পরিষ্কার করুন।

৩. জীবাণুনাশক স্প্রে বা অ্যালকোহল ব্যবহার করুন

পরিষ্কারের পর ৭০% আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ডিসইনফেকট্যান্ট ওয়াইপস দিয়ে কভার মুছে নিন।

এটি জীবাণু ধ্বংসে কার্যকর।

কভার

৪. কভার পুরোপুরি শুকাতে দিন

ভেজা অবস্থায় ফোনে কভার লাগাবেন না।

পরিষ্কার করার পর হাওয়ায় বা শুকনা তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিন।

৫. সিলিকন/রাবার কভার আলাদা করে যত্ন নিন

এসব কভার বেশি ঘাম ও ধুলা ধরে।

মাসে ২-৩ বার পরিষ্কার করুন।

কভার হলদে বা বিবর্ণ হয়ে গেলে নতুন কভার ব্যবহার করুন।

যেসব ভুলে ফোন আরও বেশি নোংরা হয়ে যায়

ফোনের কভার খোলেন না মাসের পর মাস।

খাওয়ার সময় বা রান্না করার সময় ফোন ব্যবহার করেন।

টয়লেটে ফোন নিয়ে যান (বিশেষত পুরুষরা)।

পরিষ্কার করার সময় ফোনের কভার ও স্ক্রিন একসাথে মুছুন।

আরও পড়ুন: ঈদের আগেই পরিষ্কার ঝকঝকে করে নিন আপনার স্মার্টফোন, জানুন উপায়

স্মার্টফোনের যত্ন মানেই শুধু চার্জ আর ব্যাকআপ নয়; এর বাহ্যিক পরিচ্ছন্নতাও জরুরি। ফোনের কভার নিয়মিত পরিষ্কার করলে শুধু ফোনই নয়, আপনি নিজেও থাকবেন জীবাণুমুক্ত ও সুস্থ। মনে রাখবেন, ছোট এই অভ্যাস আপনাকে বাঁচাতে পারে বড় অসুস্থতা থেকে।

পরামর্শ:

চাইলে ফোন পরিষ্কার করার সময় ডিসপ্লে, স্পিকার ও চার্জিং পোর্টও নরম ব্রাশ বা অ্যালকোহল ওয়াইপ দিয়ে মুছে নিন। তবে সরাসরি পানি বা জীবাণুনাশক স্প্রে করবেন না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর