ঈদের ছুটি মানেই আনন্দ, পরিবার, ঘোরাঘুরি আর ছবিতে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখার সময়। এখনকার স্মার্টফোনগুলো দিয়ে ডিএসএলআরের মতো ছবি তোলা সম্ভব হলেও কিছু সহজ টিপস অনুসরণ করলে আপনার ঈদ সেলফি বা গ্রুপ ফটো হয়ে উঠবে আরও নিখুঁত ও মনোমুগ্ধকর। নিচে এমন ১০টি কার্যকরী টিপস তুলে ধরা হলো, যা আপনার ফোন ফটোগ্রাফিকে এক ধাপে উন্নত করবে।
১. ভালো আলো বেছে নিন
ছবি তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলো। প্রাকৃতিক আলো, বিশেষ করে সকালের নরম আলো বা বিকেলের গোল্ডেন আওয়ারে তোলা ছবি সবসময়ই বেশি সুন্দর আসে। অন্ধকারে ছবি তুলতে হলে নরম লাইট ব্যবহার করুন।

২. লেন্স পরিষ্কার রাখুন
অনেক সময় ফোনের ক্যামেরা লেন্সে হাতের ছাপ পড়ে থাকে, যার কারণে ছবিতে ঝাপসা আসে। ছবি তোলার আগে সফট কাপড় দিয়ে লেন্স ভালোভাবে মুছে নিন।
বিজ্ঞাপন
৩. গ্রিডলাইন চালু করুন
ফোনের ক্যামেরার ‘গ্রিডলাইন’ অপশন চালু করলে আপনি ফ্রেমের ভারসাম্য বজায় রেখে ছবি তুলতে পারবেন। এতে বিষয়বস্তু মাঝখানে না রেখে নিয়ম অনুযায়ী প্লেস করা সহজ হয় (Rule of Thirds অনুসরণ করে)।

৪. এইচডিআর মোড ব্যবহার করুন
ভালো ডিটেইলস ও আলোর ভারসাম্য রাখতে ফোনের এইচডিআর (High Dynamic Range) মোড ব্যবহার করুন। এতে ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্টের মাঝে আলো-ছায়ার পার্থক্য সুন্দরভাবে ফুটে ওঠে।
৫. ফোকাস করুন, জুম নয়
ডিজিটাল জুম করলে ছবির কোয়ালিটি নষ্ট হয়। তাই বরং সাবজেক্টের কাছে গিয়ে ছবি তুলুন এবং টাচ করে ঠিকমতো ফোকাস করুন।
৬. পোর্ট্রেট মোড ব্যবহার করুন
ব্যাকগ্রাউন্ড ব্লার করে সাবজেক্টকে আলাদা করে তুলতে ফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করতে পারেন। এতে ছবি আরও প্রফেশনাল লুক পায়।
৭. মোশন কমিয়ে ধরুন
অনেক সময় সেলফি বা গ্রুপ ফটোতে কেউ না কেউ নড়াচড়া করে, ফলে ছবি ঝাপসা আসে। তাই ছবি তোলার আগে সবাইকে প্রস্তুত হতে বলুন এবং হাত স্থির রাখুন বা ট্রাইপড ব্যবহার করুন।

৮. এক্সপোজার নিয়ন্ত্রণ করুন
ফোনের স্ক্রিনে ট্যাপ করে ফোকাস করার সময় এক্সপোজার নিয়ন্ত্রণ করতে পারেন। আলো কম বা বেশি হলে সেটা সামঞ্জস্য করুন যাতে ছবি খুব বেশি উজ্জ্বল বা অন্ধকার না হয়।
আরও পড়ুন: বৃষ্টির দিনে স্মার্টফোন শুকনা রাখার উপায়
৯. সৃজনশীল কম্পোজিশন ব্যবহার করুন
একইরকম ফ্রেম না নিয়ে ভিন্ন কোণ, সাইড অ্যাঙ্গেল, বা সিলুয়েট ফ্রেম ট্রাই করুন। এতে ছবি অন্যরকম ও সৃজনশীল হয়।

১০. সম্পাদনায় সংযত হোন
ছবি তোলার পর হালকা এডিটিং করতে পারেন—brightness, contrast, saturation ঠিক করতে। কিন্তু অতিরিক্ত ফিল্টার ব্যবহার করলে ছবির প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যায়।
ঈদের আনন্দের মুহূর্তগুলো ছবি হিসেবে ধরে রাখা এখন আর কঠিন নয়। শুধু প্রয়োজন কিছুটা সচেতনতা, সৃজনশীলতা আর এই সহজ টিপসগুলো অনুসরণ। ফোন দিয়েই অসাধারণ ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতেও পেতে পারেন প্রচুর প্রশংসা।
এজেড

