শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচার ২০২৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

whatsapp

হোয়াটসঅ্যাপ এবার ছোট গ্রুপেও কণ্ঠসভার (ভয়েস চ্যাট) সুবিধা চালু করছে। এতদিন এই ফিচার কেবল বড় সদস্যসংখ্যার গ্রুপেই ব্যবহার করা যেত, তবে এখন থেকে ছোট ছোট বন্ধু বা পরিবারভিত্তিক গ্রুপের মধ্যেও কণ্ঠে আড্ডা দেওয়া যাবে এক ক্লিকে।

এই ফিচারকে হোয়াটসঅ্যাপ ‘নতুন শ্রবণ আড্ডা’ বলছে। এর মাধ্যমে গ্রুপের যে কেউ কণ্ঠসভার সূচনা করলে, অন্য সদস্যদের কাছে একটি বার্তা যাবে, যাতে তারা সহজেই অংশ নিতে পারেন। চাইলে যে কেউ যখন খুশি আড্ডা থেকে বেরিয়েও যেতে পারবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বৃষ্টির দিনে স্মার্টফোন শুকনা রাখার উপায়

এই ফিচার চালু করতে গ্রুপ চ্যাটের নিচে সোয়াইপ করে কিছুক্ষণ চেপে ধরলেই হবে। তখন ‘কণ্ঠসভার’ বিকল্পটি সক্রিয় হয়ে যাবে। অংশগ্রহণকারীদের তালিকাও দেখা যাবে, এবং প্রয়োজনে চলমান আড্ডায় নতুন কেউ সহজেই যোগ দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অন্যান্য বার্তা, ছবি বা ডকুমেন্টের মতো এই কণ্ঠসভার কথাবার্তাও সম্পূর্ণভাবে প্রান্ত-প্রান্ত নিরাপত্তা (এন্ড-টু-এন্ড এনক্রিপশন) দ্বারা সুরক্ষিত থাকবে।

যদিও হোয়াটসঅ্যাপ এই ফিচার চালুর নির্দিষ্ট কারণ জানায়নি, তবে এটি যে গ্রাহকদের আরও স্বাচ্ছন্দ্যে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কথোপকথনের সুযোগ করে দেবে, তা বলাই বাহুল্য।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর