শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টফোন স্লো হয়ে গেলে করণীয় কী? 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

স্মার্টফোন স্লো হয়ে গেলে করণীয় কী? 

স্মার্টফোন এখন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়— এই যন্ত্রটির ওপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনের বহু কাজ। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর অনেকেই অভিযোগ করেন, ফোন ধীর হয়ে গেছে, অ্যাপ চালু হতে সময় নিচ্ছে, স্ক্রিন বারবার হ্যাং করছে। প্রশ্ন হলো, কেন এমন হয়? এবং এর সমাধান কী?

নিচে স্মার্টফোন ধীর হয়ে যাওয়ার সাধারণ কারণ ও কার্যকর সমাধান তুলে ধরা হলো—


বিজ্ঞাপন


১. অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন

অনেক সময় আমরা বহু অ্যাপ ইনস্টল করি যেগুলো ব্যবহারই করি না। এই অ্যাপগুলো পেছনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের RAM দখল করে।

সমাধান: যেসব অ্যাপ ব্যবহার করছেন না, সেগুলো আনইনস্টল করে দিন।

২. স্টোরেজ পরিষ্কার করুন

ফোনের মেমোরি (স্টোরেজ) যদি ৮০-৯০% পূর্ণ হয়ে যায়, তবে ফোন ধীর হয়ে যায়।

সমাধান: অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল ডিলিট করুন

WhatsApp বা Messenger মিডিয়া ফোল্ডার পরিষ্কার করুন

ক্লাউডে (Google Drive, iCloud) ব্যাকআপ নিয়ে ফোনের স্টোরেজ খালি রাখুন

main_smartphone

৩. ক্যাশে (Cache) ক্লিয়ার করুন

প্রতিটি অ্যাপ ব্যবহার করার সময় সাময়িক ডেটা জমিয়ে রাখে, যাকে ক্যাশে বলা হয়। বেশি দিন এটি পরিষ্কার না করলে ফোন স্লো হয়ে যায়।

সমাধান: Settings > Storage > Cached Data > Clear cache

(অথবা আলাদাভাবে App Info-তে গিয়ে প্রতিটি অ্যাপের ক্যাশে মুছে ফেলুন)

৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন

ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকলে ফোনের প্রসেসর ও RAM অতিরিক্ত চাপের মধ্যে পড়ে।

সমাধান: Recent apps থেকে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দিন, অথবা Settings > Apps > Running Services থেকে বন্ধ করুন।

৫. সফটওয়্যার আপডেট করুন

অনেক সময় পুরনো অপারেটিং সিস্টেম ফোন ধীর করে দেয়।

সমাধান: Settings > Software Update > Check for Updates

আপডেট থাকলে ডাউনলোড ও ইনস্টল করুন।

৬. অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্ট কমান

স্মার্টফোনে থাকা অ্যানিমেশন ও ট্রানজিশন ইফেক্ট ফোন ধীর করে দিতে পারে।

সমাধান (অ্যানড্রয়েড): Settings > About Phone > Build Number (৭ বার ট্যাপ করে Developer Mode চালু করুন)

তারপর Developer Options-এ গিয়ে Window animation scale, Transition animation scale কমিয়ে দিন বা বন্ধ করুন।

আরও পড়ুন: স্মার্টফোন স্লো হলে এই কাজগুলো করে ফাস্ট করে নিন

৭. ফোন রিস্টার্ট দিন

অনেক ব্যবহারকারী ফোন টানা দিনের পর দিন চালু রাখেন, ফলে সিস্টেম ক্লান্ত হয়ে পড়ে।

সমাধান: সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট দিন। এতে RAM ফ্রি হয় এবং পারফরম্যান্স বাড়ে।

৮. ফ্যাক্টরি রিসেট (শেষ উপায়)

সব কিছু করেও যদি ফোন ধীর থাকে, তবে Factory Reset একমাত্র উপায় হতে পারে।

সতর্কতা: আগে সমস্ত ডেটা ব্যাকআপ নিন। Settings > System > Reset > Factory data reset

স্মার্টফোন ধীর হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা, তবে সময়মতো যত্ন নিলে তা এড়ানো সম্ভব। নিয়মিত পরিষ্কার, অপ্রয়োজনীয় অ্যাপ সরানো ও আপডেট রাখার মাধ্যমে আপনি আপনার ফোনকে আগের মতোই দ্রুত করে তুলতে পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর