শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন বিপ্লব, এলো একগুচ্ছ নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১০:৫২ এএম

শেয়ার করুন:

GOOGLE

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একগুচ্ছ নতুন উদ্ভাবন সামনে আনলো গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত গুগলের বাৎসরিক ডেভেলপার কনফারেন্স ‘গুগল আই/ও ২০২৫’-এর মঞ্চ থেকে এই ঘোষণা আসে। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো গুগলের নতুন সার্চ মোড, যা ব্যবহারকারীদের আরও দীর্ঘ ও বিশদ অনুসন্ধান করার সুযোগ করে দেবে।

এছাড়াও, উন্মোচিত হয়েছে গুগলের নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম ‘বিম’, উন্নত গবেষণামূলক এআই ‘জেমিনাই ২.৫ প্রো ডিপ থিঙ্ক’, এবং গুগল মিটে সরাসরি অনুবাদ সুবিধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের মূল ঘোষণাগুলো:


বিজ্ঞাপন


সার্চের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা মোড

গুগল তাদের অনুসন্ধান প্ল্যাটফর্মে যুক্ত করেছে একটি নতুন ফিচার, যার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা মোড (এআই মোড)। এটি আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি শব্দসংখ্যা দিয়ে প্রশ্ন করতে পারবেন। এর ফলে আরও নিখুঁত ও প্রসঙ্গভিত্তিক ফলাফল পাওয়া যাবে।

গুগল বিম: নতুন ত্রিমাত্রিক যোগাযোগ মাধ্যম

‘গুগল বিম’ হলো একটি ভিডিও কথোপকথন ও সম্মেলন প্ল্যাটফর্ম, যা বাস্তব সময়ে ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর ত্রিমাত্রিক অবয়ব (থ্রিডি অবতার) তৈরি করতে পারে। এটি মূলত গুগলের পুরোনো প্রকল্প স্টারলাইন-এর সরল ও সাশ্রয়ী সংস্করণ। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীদের মুখাবয়বকে অ্যানিমেটেড রূপে রূপান্তর করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কম্পিউটেক্স ২০২৫ প্রদর্শনীতে গেমিং ও এআই নিয়ে আসুসের অংশগ্রহণ

জেমিনাই ২.৫ প্রো ডিপ থিঙ্ক: উন্নত গবেষণা সহকারী

গুগলের নিজস্ব এআই প্ল্যাটফর্ম জেমিনাই-এর নতুন রূপ হলো ২.৫ প্রো ডিপ থিঙ্ক। এটি সমান্তরাল চিন্তাধারাভিত্তিক (প্যারালাল থিঙ্কিং) প্রযুক্তি ব্যবহার করে আরও জটিল সমস্যা বিশ্লেষণ করতে সক্ষম। ডেমিস হাসাবিস, ডিপমাইন্ডের প্রধান ও নোবেলজয়ী বিজ্ঞানী, এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

IO

গুগল মিটে সরাসরি অনুবাদ

গুগল মিটে যোগ হয়েছে রিয়েল টাইম ভাষা অনুবাদ ফিচার। একটি লাইভ প্রদর্শনীতে দেখা যায়, এটি স্প্যানিশ ভাষা থেকে ইংরেজিতে তাৎক্ষণিক অনুবাদ করতে সক্ষম এবং বক্তার বক্তব্য যথাযথভাবে তুলে ধরে। বর্তমানে ইংরেজি ও স্প্যানিশ ভাষার মধ্যে এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, তবে ভবিষ্যতে আরও ভাষা যুক্ত হবে বলে জানিয়েছে গুগল।

ক্যামেরা দিয়ে রিয়েল টাইম অনুসন্ধান

এছাড়াও, গুগল তাদের লাইভ মোডে আরও দুটি নতুন উপায় যুক্ত করেছে। ব্যবহারকারীরা মোবাইলের ক্যামেরা দিয়ে যেকোনো বস্তুর ছবি তুলে সরাসরি সেটি সম্পর্কে অনুসন্ধান করতে পারবেন। এই ফিচার অ্যান্ড্রয়েডে জেমিনাই অ্যাপে এক মাস ধরে চালু রয়েছে এবং আইফোন ব্যবহারকারীদের জন্যও এটি সম্প্রতি উন্মুক্ত হয়েছে।

গুগলের এবারের উদ্ভাবনগুলো কেবল প্রযুক্তির অগ্রগতি নয়, বরং মানুষ-কেন্দ্রিক ডিজাইন ও ব্যবহারযোগ্যতা-কে প্রাধান্য দিয়ে তৈরি। গুগলের ভাষ্য অনুযায়ী, এগুলোর মূল উদ্দেশ্য হলো জটিলতাকে সরল করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের দৈনন্দিন জীবনের আরও ঘনিষ্ঠ সঙ্গী করে তোলা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর