বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অনেক ক্ষেত্রেই ভালো ক্যামেরা থাকার পরও ছবি ঝাপসা বা অস্পষ্ট হয়ে আসে। এর অন্যতম কারণ হলো ক্যামেরা লেন্সে ধুলাবালি, তেল-ময়লা বা আঙুলের দাগ জমে থাকা।
বিশেষজ্ঞদের মতে, ফোনের ক্যামেরার লেন্স পরিষ্কার রাখা না হলে ছবির মান কমে যায় এবং স্থায়ী দাগ পড়তে পারে। তাই নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে লেন্স পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফোনে র্যাম কত হলে ভালো?
সহজ উপায় ও সতর্কতা
বিশেষজ্ঞরা জানান, ফোনের লেন্স পরিষ্কার করতে কিছু বিষয় মেনে চলা জরুরি:
মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন:
চোখের চশমা বা ক্যামেরা লেন্স পরিষ্কারের জন্য ব্যবহৃত মাইক্রোফাইবার কাপড় সবচেয়ে নিরাপদ। এটি দিয়ে আস্তে আস্তে লেন্স মুছে নিতে হবে।

লেন্স ক্লিনার ব্যবহার:
বাজারে পাওয়া যায় এমন বিশেষ ক্যামেরা লেন্স ক্লিনার ব্যবহার করা যেতে পারে। সরাসরি লেন্সে না দিয়ে কাপড়ে একটু স্প্রে করে লেন্স মুছুন।
নরম ব্রাশ বা ব্লোয়ার ব্যবহার:
লেন্সের কোণায় জমে থাকা ধুলা সরাতে নরম ব্রাশ বা ব্লোয়ার ব্যবহার করতে পারেন। এতে স্ক্র্যাচ হওয়ার ভয় কম।
কখনোই কাগজ বা মোটা কাপড় ব্যবহার নয়:
সাধারণ টিস্যু, ন্যাপকিন বা জামার হাতা দিয়ে লেন্স মোছা যাবে না। এতে লেন্সে স্ক্র্যাচ পড়ার আশঙ্কা থাকে।

অনেকেই ফোনের ক্যামেরা লেন্সে সরাসরি পানি বা অ্যালকোহল ব্যবহার করেন, যা ক্ষতিকর। এছাড়া আঙুল দিয়ে বারবার লেন্স ছোঁয়া উচিত নয়। এতে লেন্সে তেল-ময়লা জমে ছবি ঝাপসা হয়।
সচেতনতায় জোর:
ফোন নির্মাতা কোম্পানিগুলোর পক্ষ থেকে নিয়মিত লেন্স পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলেন, সঠিক উপায়ে ক্যামেরা লেন্স পরিষ্কার রাখলে ফোন ক্যামেরার পারফরম্যান্স দীর্ঘদিন ভালো থাকবে এবং ছবি ও ভিডিওর মান বজায় থাকবে।
এজেড

