শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনলাইনে কোরবানির পশু কেনার সুযোগ দিচ্ছে বেঙ্গল মিট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

bengal meat kurbani hut

ঈদ উল আজহা ২০২৫ সামনে রেখে বেঙ্গল মিট তাদের বহুল প্রশংসিত অনলাইন কোরবানি হাটের ১১তম সংস্করণ আনুষ্ঠানিকভাবে চালু করেছে। ঢাকার প্রধান কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এবারও গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও সম্পূর্ণ শরিয়াহ সম্মত কোরবানির অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই লিংকে প্রবেশ করে ক্রেতারা খুব সহজেই গরু, খাসি ও ভেড়া কিনতে পারবেন—একক বা শেয়ার কোরবানির যেকোনো একটি অপশন বেছে নিয়ে। প্রতিটি পশু কোরবানি সম্পন্ন হয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে, পূর্ণ শরিয়াহ মেনে। এরপর মাংস আন্তর্জাতিক মানের প্রক্রিয়ায় কাটা, প্যাকেজিং ও কোল্ড চেইন ব্যবস্থায় ডেলিভারি করা হয়, যাতে নিরাপত্তা ও মান বজায় থাকে।


বিজ্ঞাপন


এই ক্যাম্পেইনের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও গ্রাহকের আরাম—এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েই পুরো প্রক্রিয়া সাজানো হয়েছে। এবারও আমরা অর্গানিক ঘাস খাওয়া গরুর বিশেষ ক্যাটাগরি রেখেছি, যা স্বাস্থ্যসচেতন গ্রাহকদের জন্য উপযুক্ত।

প্রতিষ্ঠানটির হেড অব প্রকিউরমেন্ট, কর্পোরেট অ্যাফেয়ার্স ও এক্সপোর্ট এ.কে. এম. ছায়াদুল হক ভূঁইয়া (আল-আমিন) বলেন, বিগত এক দশকের বেশি সময় ধরে বেঙ্গল মিট কোরবানির সবচেয়ে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। যারা একবার আমাদের সার্ভিস নিয়েছেন, তাদের অনেকেই প্রতিবছর ফিরে আসেন, কারণ তারা জানেন—তাদের ধর্মীয় দায়িত্ব আমরা শ্রদ্ধা ও যত্নের সঙ্গে সম্পন্ন করি।

বেঙ্গল মিটের অনলাইন কোরবানি হাট ক্রেতাদের ভিড়ভাট্টা পশুর হাট, খোলা জায়গায় কোরবানি, কিংবা অস্থায়ী কসাই ব্যবস্থার ঝামেলা থেকে মুক্তি দিয়ে একটি আধুনিক, ও শরিয়াহসম্মত সমাধান দিচ্ছে। সার্ভিসটি এখন লাইভ, এবং সেরা প্রাণী ও পছন্দের ডেলিভারি স্লট পেতে গ্রাহকদের আগেভাগেই বুকিং করতে উৎসাহিত করা হচ্ছে।

এজেড


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর