শক্তিশালী ব্যাটারির ফোন আনল চীনের ভিভো। এই ফোনের মডেল ভিভো টি৪ ৫জি। এই ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে। এছাড়াও রিভার্স এবং বাইপাস চার্জিং ফিচারেরও সাপোর্ট রয়েছে। ফোনটিতে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে।
আরও পড়ুন: ভারতে কম খরচে আইফোন বানিয়ে আমেরিকায় চড়া দামে বিক্রি
বিজ্ঞাপন
এছাড়াও ভিভো টি৪ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। কোয়াড কার্ভড অ্যামোলিড ডিসপ্লে রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন, অর্থাৎ পানি এবং ধুলায় সহজে নষ্ট হবে না।

ভারতে ভিভো টি৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩ হাজার ৯৯৯ রুপি। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ২৫ হাজার ৯৯৯ রুপি।
এমারেল্ড ব্লেজ, ফ্যান্টম গ্রে- দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো টি৪ ৫জি ফোন।
বিজ্ঞাপন
এজেড

