শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তথ্য পাচারের অভিযোগে আয়ারল্যান্ডে টিকটককে মোটা অংকের জরিমানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

tiktok

চীনের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আয়ারল্যান্ডে মোটা অংকের জরিমানার মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাপটিকে ৪৫ কোটি ২০ লাখ পাউন্ড জরিমানা করেছে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন বা ডিপিসি। 

ডিপিসির অভিযোগ, দেশটির ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠানোর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রাইভেসি নিয়ম লঙ্ঘন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। এ কারণে ডিপিসি প্ল্যাটফর্মটিকে জরিমানা করেছে।


বিজ্ঞাপন


অভিযোগের বিষয়ে টিকটক জানিয়েছে, তারা আপিল করবে। 

ডিপিসি বলেছে, ইইউ’র ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ বা জিডিপিআর লঙ্ঘন করেছে টিকটক। তাদের ব্যবহারকারীদের তথ্য অন্য দেশে পাঠানোর সময় সেই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি প্ল্যাটফর্মটি। আয়ারল্যান্ড ইইউ’র অন্তর্ভূক্ত হওয়ায় প্রধান তদারকি কর্তৃপক্ষ হিসেবে টিকটককে এই মোটা অংকের জরিমানা করেছে কমিশন।

tiktok

ডিপিসি আরও বলেছে, নাগরিকদের ব্যক্তিগত ডেটা কোথায় পাঠানো হচ্ছে সে সম্পর্কে ব্যবহারকারীদের স্পষ্টভাবে না জানানোর জন্যও ভিডিও শেয়ারিং অ্যাপটিকে জরিমানা করেছে তারা। পাশাপাশি টিকটক যেন ছয় মাসের মধ্যে ইইউর এসব নিয়ম মেনে চলতে শুরু করে সে বিষয়য়েও প্ল্যাটফর্মটিকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


টিকটক বলেছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। কারণ এ তদন্তটি মূলত কয়েক বছর আগের একটি নির্দিষ্ট সময়কে ঘিরে করেছে কমিশন। আর ওই সময় প্ল্যাটফর্মটিতে বর্তমান সময়ের মতো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

আরও পড়ুন: গুগলকে জরিমানা করল রাশিয়া, বিশ্বের সব টাকা একত্র করলেও হবে না পরিশোধ!

চীনের এই কোম্পানি দাবি করছে, ‘প্রজেক্ট ক্লোভার’ নামে বড় এক প্রকল্প শুরু করেছে তারা, যার মূল্য এক হাজার কোটি পাউন্ড। এর মাধ্যমে ইউরোপে নিজস্ব ডেটা সেন্টার তৈরি ও চালু করেছে তারা। যাতে ইউরোপের ব্যবহারকারীদের তথ্য বাইরের দেশে না পাঠাতে হয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর