শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এসির তাপমাত্রা কেন ১৬ ডিগ্রির নিচে সেট করা যায় না?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

ac temperature 16 degree

যাদের ঘরে এসি আছে কিংবা যারা অফিসে এসি চালান তারা খেয়াল করলে দেখবেন এই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে সেট করা যায় না। প্রতিটি ব্র্যান্ডের এসিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ফিক্সড করা থাকে। জেনে নিন কারণটি।

আরও পড়ুন: এসি বছরে কতবার সার্ভিস করানো উচিত?


বিজ্ঞাপন


আপনি নিশ্চয়ই এসির রিমোটে লক্ষ্য করেছেন যে এসির তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে যায় না। আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন ১৬ ডিগ্রির নিচে এসির তাপমাত্রা সেট করা যায় না? আপনি যেকোনো ব্র্যান্ডের এসি কিনতে পারেন, তবে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রিই সেট করা থাকে। 

16

অনেক ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রাও ১৮ ডিগ্রিতে নামিয়ে আনা হয়েছে। এর দুটি প্রধান কারণ রয়েছে, প্রথমত এটি এসি স্বাস্থ্যের জন্য খারাপ। অন্যদিকে, এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর ।

আরও পড়ুন: এসি কততে চালালে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়?


বিজ্ঞাপন


সমস্ত এয়ার কন্ডিশনারগুলি ইভাপোরেটর কুল্যান্টের সাহায্যে ঠান্ডা হয় এবং এটি আপনার ঘরকেও ঠান্ডা করে। এমন পরিস্থিতিতে এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির কম হলে বাষ্পীভবনে বরফ জমতে শুরু করবে এবং এসি যা আপনার ঘরকে ঠান্ডা করছে সেটি নিজেই ঠান্ডা হয়ে যাবে। মানে আপনার এসি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এই কারণে যেকোনও এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির কম হতে পারে না।

ac_tempereture

এখন যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ ৩০ ডিগ্রির কথা বলি, তাহলে আপনি নিজেই এর কারণ বুঝতে পারবেন। আসলে, যখনই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, আবহাওয়া শীতল থাকে। কিন্তু যখন তাপমাত্রা তার উপরে চলে যায়, তখন আপনি গরম অনুভব করতে শুরু করেন। একইভাবে, যদি এসির তাপমাত্রা ৩০ এর উপরে চলে যায় তবে এসি চালানোর কোনও লাভ নেই কারণ এটি ঠান্ডা বাতাসের পরিবর্তে গরম বাতাস বইতে শুরু করবে। যেখানে এয়ার কন্ডিশনার এর কাজ হল বাতাসকে ঠান্ডা করা, গরম করা নয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর