শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণমাধ্যমসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

PAKISTANI YOUTUBE CHANNEL BAN IN INDIA

ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হলো। এসব চ্যানেলের বিরুদ্ধে উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট প্রচারের অভিযোগ করেছে ভারত। 

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের এই ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার ঘোষণা করেছে ভারত সরকার।  এই চ্যানেলগুলোর মোট ৬৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে৷


বিজ্ঞাপন


ভারত সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ করা ১৬টি চ্যানেল থেকে উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট প্রচার করে আসছিল।

ভারতের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ভারতের সরকারি সূত্র জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। 

আরও পড়ুন: ভারতের রাফায়েল, পাকিস্তানের এফ ১৬— শক্তিশালী কোনটি?

নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের প্রথমসারিক সংবাদ মাধ্যমের চ্যানেলগুলোও রয়েছে৷ এর মধ্যে আছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজ রয়েছে। 


বিজ্ঞাপন


এছাড়াও, পাকিস্তানি কয়েকজন সাংবাদিকদের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফরূক অন্যতম।

ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই চ্যানেলগুলো ভারতীয় সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা এবং ভারতের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল। পহেলগাঁও হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক এবং একজন কাশ্মীরির মৃত্যুর পর বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছিল।

ভারতে পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধের বিষয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর