গরমে শীতল বাতাস পেতে এসির বিকল্প নেই। কিন্তু যারা ভাড়া বাসায় থাকেন তাদের বাসা-বাড়িতে এসি বসাতে বাড়িওয়ালার অনুমতি নিতে হয়। কেননা, দেওয়াল ছিদ্র করে এসির ইনডোর ও আউটডোর ইউনিট স্থাপন করতে হয়। যা বেশ ঝক্কির। আবার বাসা বদলের সময় এসি খুলে নেওয়াটাও ঝামেলার কাজ। এই সমস্যার সমাধানে কিনতে পারেন পোর্টেবলি এসি। যা খুব সহজেই এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবেন।
বাজারে একাধিক ব্র্যান্ডের পোর্টেবল এসি রয়েছে। এর মধ্যে মিডিয়া এবং গ্রির পোর্টেবল এসি বেশ জনপ্রিয়। এসব এসির দাম ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যেই পাবেন। সেকেন্ড হ্যান্ড কিনলে আরেকটু কমে পাবেন। পোর্টেবল এসির দাম মডেল এবং ফিচার্সের উপর নির্ভর করছে।
বিজ্ঞাপন
সাধারণ এসির মতো পোর্টেবল এসি স্থাপন করতে ঝামেলা পোহাতে হয় না। নিজে নিজেই এই এসি ইনস্টল করতে পারবেন। যা ভাড়া বাড়ি, ফ্ল্যাটের জন্য একেবারে পারফেক্ট।

বিশেষ ধরনের এই এসি দেওয়ালে লাগানোর কোন প্রয়োজন নেই এবং আপনি সহজেই এটি আপনার ঘরের যেকোনো কোণে রাখতে পারেন। মুহূর্তে গোটা ঘরে পাবেন হিমশীতল অনুভূতি। সাধারণত পোর্টেবল এসি-তে চাকা থাকে যার ফলে এই ধরণের এসিকে ঘরের যে কোন স্থানে সেট করা খুবই সহজ।
একটি পোর্টেবল এসির আকার একটি ছোট কুলারের মতো, তাই এটি ঘরে রাখলে খুব বেশি জায়গা দখল করে না। আপনি আপনার সুবিধা মত ঘরের যেকোনো কোণে রাখতে পারেন এবংহিমশীতল বাতাস উপভোগ করতে পারেন।
বিজ্ঞাপন
পোর্টেবল এসিতে একটি পাইপ থাকে যা ঘর থেকে গরম বাতাস বের করে দিতে সাহায্য করে। আপনি এই পাইপটি জানালা বা দরজা দিয়ে বের করতে পারেন যাতে ঘরে কেবল ঠান্ডা বাতাস থাকে।
আরও পড়ুন: এসি কততে চালালে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়?
কেনার সময় অবশ্যই এর স্টার রেটিং দেখে নিন যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়। আপনি যদি ১ টনের পোর্টেবল এসি কেনেন তাহলে এটি প্রায় ৯০ বর্গফুটের একটি ঘর ঠান্ডা করতে সক্ষম। কেনার আগে, এর বৈশিষ্ট্য এবং শীতল করার ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিতে ভুলবেন না।
এজেড

