অপো সাশ্রয়ী দামের ফোনে অত্যাধুনিক ফিচার আনল। এই ফোনের মডেল অপো কে১৩। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং অ্যামোলিড ডিসপ্লেসহ বাজারে এসেছে।
অপো জে১৩ একটি ৫জি কানেক্টিভিটির ফোন। এই ফোন দুইটি রঙে লঞ্চ হয়েছে। রঙগুলো হলো প্রিজম ব্ল্যাক ও আইসি পার্পেল। জেনে নিন ফোনের দাম ও স্পেসিফিকেশন।
বিজ্ঞাপন
মূলত এই ফোন লঞ্চ থেকেই স্পষ্ট যে, সংস্থা তরুণ সম্প্রদায়ের কথা মাথায় রেখেই নতুন ফোনটি এনেছে। অ্যানড্রয়েড ১৫ ভার্সনের পাশাপাশি ভরসাযোগ্য কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং এআই ফিচার পেয়ে যাবেন গ্রাহকরা।
ফোনটির হাইএন্ড ভার্সনে ৮ জিবি রাম এবং ১২৮ জিবি রম দেওয়া হয়েছে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের আরেকটি ভার্সন পাওয়া যাবে।
এই ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রিনসহ একটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। সেই সঙ্গে এতে মিলবে ১২০০ নিটস পিক ব্রাইটনেসও। এখানেই শেষ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্মার্টফোন চোখের জন্য ব্লু লাইটের সাপোর্টও দেবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ড্যুয়াল স্টিরিও স্পিকার, আইপি ৬৫ রেটিং এবং আইআর ব্লাস্টার।
আরও পড়ুন: রিফার্বিশড স্মার্টফোন আসলে কী? এই ফোন কেনা কি ভালো?
বিজ্ঞাপন
এই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা অপো দিচ্ছে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ভার্সন আউট অব দ্য বক্স। এতে মিলবে ২ ওএস আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট। এখানেই শেষ নয়, এই ওএসের মধ্যে সংস্থার তরফে অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক এআই ফিচার। কারণ বর্তমান সময়ে বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি।
ফোনটিতে রয়েছে একটি ভেপার কুলিং সিস্টেম। যার জেরে এই স্মার্টফোনটিকে ভরসাযোগ্য গেমিং ডিভাইসে পরিণত করা যাবে। আর ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে রয়েছে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি ২ মেগাপিক্সেলের সেন্সর।
আর এই ফোনে থাকা ৭০০০এমএএইচ ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড আউট অফ দ্য বক্স সাপোর্ট করে। অপোর পক্ষে জানানো হয়েছে যে, এই ব্যাটারিটির মধ্যে ৫ বছর পর্যন্ত ডিউরেবিলিটি সহ্য করার ক্ষমতা রয়েছে।
এজেড

