শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গ্যালাক্সি এস২৫ ফোনের স্টাইলাস পেন পাবেন কম দামের এই ফোনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

গ্যালাক্সি এস২৫ ফোনের স্টাইলাস পেন পাবেন কম দামের এই ফোনে

সম্প্রতি বাজারে এল মটোরোলা এজ ৬০ স্টাইল। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলের মতো এই ডিভাইসটিতে রয়েছে একটি ইন-বিল্ট স্টাইলাস। চলতি মাসেই মটো ব্র্যান্ডের লেটেস্ট নতুন মিড-রেঞ্জ এই স্মার্টফোন বাজারে এল। এর আগে অবশ্য লঞ্চ হয়েছিল মটোরোলা ৬০ ফিউশন।

নতুন এই মটোরোলা এজ ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে একটি ডুয়েল ক্যামেরা সিস্টেম। সেই সঙ্গে এতে থাকছে অ্যানড্রয়েড ১৫ ভার্সনের অপারেটিং সিস্টেম। যা এআই ফিচার আউট অফ দ্য বক্সকে সাপোর্ট করে। সেই সঙ্গে সংস্থার প্রতিশ্রুতি, এই ডিভাইসের জন্য তিন বছরের সিকিউরিটি প্যাচ-সহ দুইটি ওএস আপগ্রেড দিচ্ছে।


বিজ্ঞাপন


এই হ্যান্ডসেট কেনা যাবে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজে।

pen2

মটোরোলা এজ ৬০ স্টাইলাস মডেলের ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেটসহ একটি ৬.৬৭ ইঞ্চির পিওলিড ডিসপ্লে। সেই সঙ্গে থাকবে ১৪০০ নিটস পিক ব্রাইটনেস। আর তা সাপোর্ট করবে অ্যাকুয়া টাচ পয়েন্ট। এই ফোনে রয়েছে আইপি৬৮ রেটিং এবং এজ ৬০ ফিউশনের মতো এমআইএল ৮১০ এসটিডি ডিউরেবিলিটি প্রোটেকশন। আর নতুন এই ফোনে থাকা স্টাইলাসের মাধ্যমে লিখতে কিংবা আঁকতে পারবেন ব্যবহারকারী। তবে আঁকার জন্য প্রি-লোডেড মটো অ্যাপ এবং স্কেচের মতো টুল ব্যবহার করা যাবে। এগুলো মটো এআই দ্বারা চালিত।

আরও পড়ুন: ফোর‌জি সিম সা‌পোর্টেড রিচার্জেবল রাউটার আনল ওয়ালটন


বিজ্ঞাপন


এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ২ চিপসেট দ্বারা চালিত। এর পাশাপাশি এতে থাকবে ৮ জিবি র‌াম এবং ২৫৬ জিবি স্টোরেজ। যেটি অবশ্যই এক্সপ্যান্ডেবল। 

আর ক্যামেরার কথা বলতে গেলে মটোরোলার এই নতুন ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেই সঙ্গে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি তোলার জন্য এই ফোনের সামনের দিকে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের একটি শ্যুটার। এজ ৬০ স্টাইলাসে রয়েছে ৫০০০ এমএএইচ একটি ব্যাটারি রয়েছে। যা ৬৮ ওয়াটের ফাস্ট ওয়্যায়ার্ড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর