শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই স্মার্টফোন থেকে সুগন্ধ বের হয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

infinx সুগন্ধি ফোন

দুনিয়ার প্রথম সুগন্ধি স্মার্টফোন আনল ইনফিনিক্স। যার মডেল ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে এনারজাইজিং সেন্স টেক ফিচার। এই ফিচারটি প্রথম মেরিন ড্রিফ্ট ব্লু ভ্যারিয়েন্টে দেখা যাবে ৷ স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন অভিজ্ঞতা পাবেন ৷

ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস মডেলে রয়েছে ভেগান লেদারের ব্যাক প্যানেল ৷ কোম্পানিটি এই মডেলটিতে Microencapsulation প্রযুক্তি ব্যবহার করে একটি বিশেষ ফিচার যোগ করেছে ৷ যার কারণে স্মার্টফোন থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ে ৷ মেরিন ড্রিফট ব্লু ভ্যারিয়েন্টে সুগন্ধি প্রোফাইল রয়েছে মেরিন এবং লেবু এছড়াও লিলি অব দ্য ভ্যালি ৷ বেস মডেল অ্যাম্বার এবং ভেটিভার রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।


বিজ্ঞাপন


perfume_phone_pic

কোম্পানি জানিয়েছে যে ব্যবহারকারীর ব্যবহার এবং পরিবেশগত কারণের উপর নির্ভর করে সুগন্ধির তীব্রতা এবং সময়কাল পরিবর্তিত হতে পারে। ব্যবহারকারীর মিথস্ক্রিয়ার সম্প্রসারণ হিসেবে ইনফিনিক্স এই বৈশিষ্ট্যটি চালু করছে। 

এই ফোনে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ সেন্সর থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ইনফিনিক্স মেটাল ফ্রেমের নোট ৫০ সিরিজের ফোন আনল


বিজ্ঞাপন


এই ডিভাইসটি তিনটি রঙের ভ্যারিয়েন্টে মেরিন ড্রিফ্ট ব্লু, টাইটানিয়াম গ্রে এবং রুবি রেড-এ পাওয়া যাবে । তবে, মেরিন ড্রিফ্ট ব্লু ভ্যারিয়েন্টেই শুধুমাত্র সেন্ট-টেক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৷ টাইটানিয়াম গ্রে এবং রুবি রেড ভ্যারিয়েন্টগুলোতে ধাতব ফিনিশ থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর