চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজে থাকছে একাধিক মডেল। আইফোন ১৭ সিরিজে একটি উন্নত ডিসপ্লে এবং একটি দারুণ ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড থাকবে বলে আশা। ইতিমধ্যে আপকামিং আইফোনের দামও প্রকাশ্যে এসেছে।
রিপোর্ট বলছে, আইফোন ১৭ সিরিজে চারটি মডেল আনবে অ্যাপল। এগুলো হলো, আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। তবে এবার প্লাস মডেলটি আর থাকছে না। স্ট্যান্ডার্ড আইফোন ১৭ মডেলে একটি উন্নত ডিসপ্লে এবং একটি দারুণ ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড থাকবে বলে আশা।
বিজ্ঞাপন
আইফোন ১৭ সিরিজের ডিজাইন
আশা করা হচ্ছে যে, আইফোন ১৬-এর ভার্টিকেল ড্যুয়াল-ক্যামেরা সেটআপ ডিজাইন বজায় রাখছে অ্যাপল। তবে এর সাইজ অল্প বেড়ে হতে পারে ৬.৩ ইঞ্চি, ঠিক আইফোন ১৬ প্রোর মতো। স্ট্যান্ডার্ড মডেলের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড হবে একটি ১২০ হার্জের প্রোমোশন রিফ্রেশ রেট। যা আগে প্রো মডেলগুলোর ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এর পাশাপাশি আরও টেকসই করার জন্য অ্যাপল আনতে পারে একটি অ্যান্টি-রিফ্লেকটিভ, স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট কোটিং।
আইফোন ১৭ সম্ভাব্য স্পেসিফিকেশন
বিজ্ঞাপন
শোনা যাচ্ছে যে, আইফোন ১৭ চলবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ চিপ দ্বারা। যা তৈরি করা হয়েছে উন্নত ৩এনএম প্রক্রিয়ার মাধ্যমে। এর পূর্বসূরির মতোই এতে থাকবে ৮ জিবি র্যাম। তবে ব্যাটারিতে বড় পরিবর্তন হতে পারে বলে আশা। আর চিপসেট পাওয়ার এফিশিয়েন্সি বৃদ্ধি করতে পারে।
আইফোন ১৭ ক্যামেরা আপগ্রেড
অন্যতম বড় পরিবর্তন আসতে পারে সেলফি ক্যামেরায়। সিক্স এলিমেন্ট লেন্সসহ একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আনতে পারে অ্যাপল। তবে রিয়ার ক্যামেরায় কোনও পরিবর্তন না-ও আসতে পারে।
আইফোন ১৭ কালার অপশন
ফাঁস হওয়া তথ্য বলছে যে, সাদা, কালো, নীল এবং গোলাপি রঙে মিলতে পারে আইফোন ১৭। তবে লঞ্চের আগে আরও শেড অ্যাড করতে পারে সংস্থা।
আইফোন ১৭ কবে বাজারে আসবে?
সাধারণত সেপ্টেম্বর মাসেই নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করে অ্যাপল। ফলে আশা করা হচ্ছে যে, চলতি বছর ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যেই ডেবিউ করতে পারে আইফোন ১৭ সিরিজ।
আইফোন ১৭ মডেলের সম্ভাব্য দাম
মনে করা হচ্ছে যে, আইফোন ১৭ সিরিজের দাম হবে আইফোন ১৬ সিরিজের মতোই। আমেরিকায় বেস মডেলের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে শুরু হবে।
এজেড