সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইফোনের দাম দ্বিগুণ হচ্ছে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

আপনি যদি লেটেস্ট মডেলের আইফোন কিংবা আপকামিং অ্যাপলের ফোন কেনার চিন্তা করে থাকেন তবে আপনার জন্য দুঃসংবাদ। দ্বিগুণ হচ্ছে আইফোনের দাম। সমস্ত ধরনের চীনা পণ্যের রফতানির ওপরে কর আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সমস্ত মার্কিন ব্যবসা চীন থেকে তাদের উৎপাদন ইউনিট সরিয়ে নেওয়ার জন্য চাপে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর আরোপের কারণে হু হু করে বেড়ে যেতে পারে আইফোনের দামও। রিপোর্ট দাবি করছে, অ্যাপল যদি এই কর বৃদ্ধির ফলে বর্ধিত খরচের দায়ভার গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম এক ধাক্কায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন

প্রাথমিকভাবে অ্যাপলের আইফোন তৈরি হয়ে থাকে চীনে। আর এই চীনের ওপরেই বড় কর আরোপ করেছে আমেরিকা। আর এই কর আরোপের জেরে অ্যাপল সংস্থার উপরে চাপ বেড়েছে ব্যাপক হারে। হয় এই সংস্থা বাড়তি খরচের বোঝা নিজের ওপর নেবে নয়ত এই খরচের বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে দেবে। 

আইফোনের লেটেস্ট মডেল কেনার জন্য আর গ্রাহকরা সেভাবে ছুটে যাচ্ছেন না, ভিড় জমাচ্ছেন না স্টোরের বাইরে। কারণ অ্যাপলের নতুন আইফোনে দেওয়া এআই ফিচার্স সেভাবে আকৃষ্ট করছে না গ্রাহকদের।

বিশেষজ্ঞদের মতে আইফোনের দাম আরও বেড়ে গেলে গ্রাহকরা এর বিকল্পের দিকেই বেশি মাত্রায় ঝুঁকে পড়বেন। ফলে আইফোনের থেকে স্যামসাংয়ের বিক্রি বেশি হতে পারে আগামী দিনে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন