শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

প্রিমিয়াম ডিজাইন ও ফিচারের হেলিও ১০০ মডেলের ফোন বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাদের স্মার্টফোন লাইনআপে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ১০০। ১৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটি তে রয়েছে বর্তমান বাজারে দাম অনুযায়ী সবচেয়ে  অত্যাধুনিক ফিচার। 

নতুন ফোনটি সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া শাহিদ বলেন, স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ১০০ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে শক্তি, গতি ও প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে। 


বিজ্ঞাপন


হেলিও ১০০ তে আছে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। যার ফলে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব  ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এছাড়াও অ্যানড্রয়েড ১৪ এ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

হ্যালিও ১০০ স্মার্টফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এতে ১০০০ নিটস পিক ব্রাইটনেস মিলবে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রণ গার্ড গ্লাস, যার কারণে হাত থেকে পরে গিয়ে ডিসপ্লে ভেঙ্গে যাওয়া ফাটল ধরা থেকে পাওয়া যাবে সুরক্ষা। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লে টি আপনাকে দিবে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স। এছাড়াও আছে ইন-ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে। 

চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেকের গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার মিডিয়াটেকের প্রিমিয়াম চিপসেট হেলিও জি১০০ এবং প্রসেসরে হিসেবে আছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর।
 
এই ডায়নামিক ডুও আপনাকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স।

ফোনটিতে আছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএমসিপি টাইপ ইন্টার্নাল স্টোরেজ যা দিয়ে আপনি স্টোর করতে পারবেন অনেক অনেক অ্যাপ্লিকেশন, ছবি বা ভিডিও। ইউএমসিপি মেমোরি প্রযুক্তি থাকার কারণে ডেটা ট্রান্সফার হবে অনেক দ্রুত। 


বিজ্ঞাপন


ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ১০০ নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ সেন্সর যার অ্যাপারচার এফ/১.৯, যার মাধ্যমে স্বল্প আলোতেও উজ্জ্বল এবং ভালো মানের ছবি তোলা যাবে। এছাড়াও সাথে রয়েছে একটি ২ এমপি ম্যাক্রো লেন্স, যা ব্যবহারকারীদের তোলা ছবির সুক্ষ ডিটেইলস সহজেই ক্যাপচার করতে সক্ষম। ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরাসহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কল হবে অত্যন্ত মসৃণ। 

এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেট টির সাথে থাকছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার যার মাধ্যমে মাত্র ৫০ মিনিটে পাওয়া যাবে ৮০% চার্জ।  

বৃষ্টি বা ধুলা বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং।

হেলিও ১০০ ফোনটিতে রয়েছে ৪জি/৩জি/২জি, ওয়াইফাই, জিপিএস, গ্লোনাস ফিচার। এছাড়াও এই ফোনে ব্যবহার করার সুবিধা থাকছে। 

নিরাপত্তার কথা আসলে এই ফোনটিতে আছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এর পাশাপাশি জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে। তাছাড়াও, এই হ্যান্ডসেটতিতে আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন, ডুয়াল ক্যামেরা মোড, এন্টি থেফট এ্যালার্ম, এজ লাইটিং মোড, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি। 

অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে দুইটি চমৎকার কালার অপশন –কসমিক গোল্ড এবং সুপার নোভা ব্লু সহ হেলিও ১০০ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দিবে সৌন্দর্য ও নান্দনিকতা। স্লিম ডিজাইন এবং উজ্জ্বল রঙ সহ, এই স্মার্টফোনটি কেবল অসাধারণ পারফরম্যান্সই দিবে না, এটি দেখতে এবং হাত দিয়ে ধরতেও প্রিমিয়াম অনুভূতি দেবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর