শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

তথ্যপ্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে ২৭৪ কোটি টাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

তথ্যপ্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে ২৭৪ কোটি টাকা

২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য এক হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের বাজেটের তুলনায় ২৭৪ কোটি টাকা বেশি। গত অর্থবছরে এই বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল এক হাজার ৭২১ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ৬৪২ কোটি টাকা।

জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আকারের দিক থেকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি।


বিজ্ঞাপন


এই অর্থবছরে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের আকার চলতি ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর