নতুন ফোন কেনার সময় বেশি কিছু বিষয়ে যাচাই করা উচিত। না হলে ফোন কেনার পর পস্তাতে হবে। ক্যামেরা, ব্যাটারি না কি ডিজাইন? স্মার্টফোন কেনার সময় গ্রাহক কোনটা দেখেন? কন্ট্রাপয়েন্ট রিসার্চ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গ্রাহকরা এর কোনওটাই দেখেন না। তারা সবার আগে দেখেন, প্রসেসর কেমন, কতটা শক্তিশালী।
প্রসেসর ভালো হলেই গ্রাহকরা খুশি। এরপর তারা এক এক করে দেখেন ব্যাটারি লাইফ, স্টোরেজ ক্যাপাসিটি এবং ক্যামেরা কোয়ালিটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফোন সারা রাত চার্জ দিলে কী হয়?
রিপোর্টে বলা হয়েছে, স্মার্টফোনের প্রতি গ্রাহকদের নির্ভরতা বেড়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং সতর্ক। ভালো পারফরম্যান্সের জন্য গ্রাহকরা উন্নত প্রসেসরের পিছনে বেশি খরচ করতেও পিছ পা হন না। সমীক্ষায় ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রসেসরের পারফরম্যান্স ডিভাইসের সামগ্রিক পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে।

ক্রেতারা দেখেন, প্রসেসরের স্পিড কেমন আছে। এর জন্য বেশি খরচ ক্রতেও প্রস্তুত ১৬ শতাংশ গ্রাহক। এরপরই রয়েছে ব্যাটারি লাইফ। ১৩ শতাংশ গ্রাহক এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ৫জি কানেক্টিভিটি চান ১২ শতাংশ গ্রাহক।
বিজ্ঞাপন
স্মার্টফোন কেনার সময় এখন প্রসেসরের পারফরম্যান্সই প্রধান ফ্যাক্টর হয়ে উঠেছে। ৮৪ শতাংশ গ্রাহকই স্মার্টফোনে চিপসেটের ভূমিকা দেখে নেন।

জেনারেটিভ এআই যত উন্নত হচ্ছে স্মার্টফোনেও তার প্রভাব পড়ছে। চিপসেট কোম্পানিগুলো গ্রাহককে এখন সাধারণ কানেক্টিভিটির থেকে আরও বেশি কিছু দিতে আগ্রহী। এআই-পাওয়ার্ড প্রসেসরের দিকেই তাদের মনোযোগ বেশি। যা দ্রুত চলে, দুর্দান্ত অভিজ্ঞতা পান গ্রাহকও। সমীক্ষায় দেখা গিয়েছে, গ্রাহকরা কোয়ালকম, এক্সিনোস এবং মিডিয়াটেক-এর মতো প্রধান চিপসেট ব্র্যান্ডগুলো খুব ভালোভাবে চেনেন।
এজেড

