শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

হোয়াটসঅ্যাপ চ্যাটে মেসেজ দ্রুত খুঁজে পাওয়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:০১ এএম

শেয়ার করুন:

whatsapp chat

প্রতিদিন হোয়াটসঅ্যাপে কতই না মেসেজ আসে। সবগুলো পড়াও হয় না। কখনোবা পুরনো মেসেজ খুলে দেখতে হয়। এই পুরনো খুঁজতে বেগ পেতে হয়। এই সমস্যার সমাধানে মেটার অধীন হোয়াটসঅ্যাপ আনল নতুন ফিচার। এই ফিচার ব্যবহার করে পুরনো মেসেজ দ্রুতই খুঁজে বের করা সম্ভব হবে। 
   
হোয়াটসঅ্যাপ একের পর এক চমক দিতেই থাকে। নিত্যনতুন ফিচার আসতেই থাকে হোয়াটসঅ্যাপে। গ্রাহকদের সুবিধার জন্য চ্যাট বক্সে একটি ফিচার আনা হয়েছে যার নাম ‘চ্যাট ফিল্টার’। হোয়াটসঅ্যাপ যদি আপডেট করা থাকে, তা হলে এই ফিচারটা দেখা যাবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামে


বিজ্ঞাপন


কী এই চ্যাট ফিল্টার?

আপনার যে মেসেজগুলো পড়া হয়নি অথবা জরুরি কোনও কথা যা বহু মেসেজের ভিড়ে মিশে গিয়েছে, সেগুলো সহজে খুঁজে বার করার জন্যই এই বন্দোবস্ত। ফলে তাড়াহুড়ার সময়ে আর চ্যাটবক্সে গিয়ে মেসেজ হাতড়ানোর দরকার পড়বে না। কেবল ফোনে নয়, ওয়েব ভার্সনেও এই ফিচার আছে।

chat_pic

চ্যাট ফিল্টার আপডেট করার জন্য, আগে গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াট‌সঅ্যাপ অ্যাকাউন্টটি আপডেট করে নিন। এ বার উপরে চ্যাট বক্সে গিয়ে ট্যাপ করুন। দেখবেন অনেকগুলো অপশন রয়েছে— ‘অল’, ‘আনরিড’, ‘গ্রুপ’, ‘ফেভারিট’ ইত্যাদি।


বিজ্ঞাপন


‘অল’ অপশনে গিয়ে ট্যাপ করলে, সমস্ত চ্যাটই দেখাবে। বিশেষ করে যেগুলো আপনার পড়া হয়নি অথবা অনেক মেসেজের মধ্যে রয়ে গিয়েছে, সেগুলো খুঁজে পেতে পারেন সহজেই।

‘আনরিড’-এ ট্যাপ করলে সেই মেসেজগুলোই দেখতে পাবেন যেগুলো একদমই আপনার পড়া হয়নি বা নজর এড়িয়ে গিয়েছে।

‘গ্রুপ’-এ গেলে সব কয়টি ছোট-বড় গ্রুপই দেখতে পাবেন। কোন গ্রুপে কী কী মেসেজ নজর এড়িয়ে গিয়েছে, সেগুলো একসঙ্গে চোখের সামনে দেখতে পাবেন।

‘ফেভারিট’ অপশনটি গ্রাহকদের সুবিধার জন্যই আনা হয়েছে। এখানে ট্যাপ করে ‘অ্যাড টু ফেভারিট’ করে আপনার পছন্দের কোনও অ্যাকাউন্ট বা গ্রুপ অথবা চ্যাট আলাদা করে রেখে দিতে পারেন। তা হলে তাড়াহুড়ার সময়ে আর সেই অ্যাকাউন্ট বা গ্রুপের নাম দিয়ে খোঁজাখুঁজি করতে হবে না। ‘ফেভারিট’ অপশনে গেলেই সব একসঙ্গে দেখতে পাবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর