বাজারে এলো নতুন স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচ ফোনের রিমোর্ট হিসেবে কাজ করবে। যার মডেল নয়েজ কালার ফিট প্রো ৬ সিরিজ। এই স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এছাড়াও ইউজাররা পাবেন ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ।
আরও পড়ুন: ফোন ধীরে চার্জ হওয়ার কারণ জানুন
বিজ্ঞাপন
নয়েজ সংস্থার স্মার্টওয়াচ দীর্ঘদিন ধরেই বাজারে জনপ্রিয়। এআই ফিচারের সাপোর্ট রয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচে। এই এআই ফচারের সাহায্যে ইউজার শরীর চর্চার সময় কী কী করছেন, তার ডেটা সংগ্রহ করা যাবে এবং সেই অনুসারে স্মার্টওয়াচই আপনাকে জানিয়ে দেবে সুস্থ থাকবে আপনার আর কী কী করা উচিৎ কিংবা কতটা ঠিক পথে এগিয়েছেন আপনি বা আর কী কী প্রয়োজন রয়েছে।

এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। নয়েজের এই স্মার্টওয়াচের সাহায্যে আপনি ছবি তুলতে পারবেন। কজ্বিতে থাকা স্মার্টওয়াচ ঝাঁকালে ফোন এলে তা কেটে দিতে পারবেন। এছাড়াও স্মার্টওয়াচের স্ক্রিন ঢেকে রাখলে ফোনকল মিউট করা যাবে।
ইমার্জেন্সি এসওএস এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এআই যুক্ত একাধিক হেলথ ফিচারের সাপোর্টও রয়েছে নয়েজের এই স্মার্টওয়াচে।
বিজ্ঞাপন
এজেড

