জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আজ থেকে আমেরিকায় চলবে না। টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, যদি মার্কিন সরকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে হস্তক্ষেপ না করে তাহলে রবিবার থেকে তারা যুক্তরাষ্ট্রে সেবা বন্ধ করতে বাধ্য হবে৷
মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে রবিবারের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে, অন্যথায় এটি নিষিদ্ধ হবে।
বিজ্ঞাপন
শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে তারা এই ঘোষণা দেয়৷ শুক্রবার রাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, হোয়াইট হাউস ও বিচার বিভাগ টিকটকের জন্য প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, যা টিকটকের সেবা চালিয়ে যাবার জন্য গুরুত্বপূর্ণ ছিল৷

এর আগে শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে রবিবারের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে৷ অন্যথায় এটি নিষিদ্ধ হবে৷
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টিকটকের বিরুদ্ধে রায় দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে৷ কারণ চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে দিতে পারে বলে তারা আশঙ্কা করছে৷
বিজ্ঞাপন
মার্কিন সরকার মনে করে, চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী বাইটড্যান্স চীনা সরকারের কাছে তথ্য সরবরাহে বাধ্য, যা মার্কিন নাগরিকদের গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ৷ দেশটির ‘Protecting Americans from Foreign Adversary Controlled Applications Act' আইন অনুযায়ী, টিকটককে নিষিদ্ধ করা হতে পারে, যদি তারা মালিকানা বিক্রি না করে৷ জাতীয় নিরাপত্তা রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু বাইটড্যান্স বিক্রির শর্ত পূরণে ব্যর্থ৷

টিকটক আগেই জানিয়েছে, যদি বাইডেন প্রশাসন অবিলম্বে পরিষেবা প্রদানকারীদের জন্য আইন প্রয়োগ না করার বিষয়ে স্পষ্ট বিবৃতি প্রদান না করে, তবে দুঃখজনকভাবে টিকটক ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে৷
আজ থেকে গুগল ও অ্যাপলের মতো অ্যাপ স্টোরগুলোতে টিকটক ডাউনলোড করা যাবে না৷ তবে বিদ্যমান ব্যবহারকারীরা আপাতত অ্যাপটি ব্যবহার করতে পারবেন৷ কিন্তু নতুন আপডেট না পাওয়ায় অ্যাপটির কার্যকারিতা ধীরে ধীরে কমে যাবে৷
এজেড

