শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ক্রিকেটার তামিম ইকবাল মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর  নিযুক্ত হয়েছেন। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে শাওমির পথচলায় এক নতুন যুগের  সূচনা হলো। ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের রয়েছে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং লাখো ভক্ত, অন্যদিকে শাওমি দেশের মানুষের কাছে সব থেকে জনপ্রিয় এবং নম্বর ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড। ফলে তামিম ইকবালের সঙ্গে শাওমির এই পথচলা দেশের লাখো ভক্তের সঙ্গে শাওমির সম্পর্ককে আরও জোরদার করবে।

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ধৈর্য এবং দৃঢ়তার প্রতীক। মাঠে তার খেলা, আত্মবিশ্বাসী মনোভাব এবং নেতৃত্ব সবাইকে অনুপ্রাণিত করে। তামিম যেমন তার পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেন, ঠিক তেমনি শাওমি ইনোভেটিভ টেকনোলজি দ্বারা গ্রাহকদের জীবন সহজ ও আকর্ষণীয় করে আসছে। তামিম-শাওমির এই জুটি বাংলাদেশে শাওমির অবস্থানকে আরও দৃঢ় করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনের বাজারে ঝড় তুলবে স্যামসাংয়ের এই ফোন

এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে দেশসেরা এই ওপেনিং ব্যাটার বলেন, ‘দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্র্যান্ড হিসেবে শাওমি সর্বদা প্রশংসার দাবী রাখে। ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে তার গ্রাহকদের অত্যাধুনিক পণ্য সরবরাহ করে আসছে। আমি এমন একজন মানুষ যার কাছে পারফরম্যান্স ও রিলায়বিলিটি ভীষণ গুরত্বপূর্ণ। ব্র্যান্ড হিসেবে শাওমির ভিশন ও আমার নৈতিকতার মাঝে বেশ মিল খুঁজে পাই। শাওমির সঙ্গে এই পথচলা আমার জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে বলে আশা করছি’।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘লিজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। দেশের নাম্বার ওয়ান ব্যাটার তামিম ইকবাল। তার অন্তর্ভুক্তি দেশের নম্বর ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে শাওমির অবস্থানকে নিখুঁতভাবে তুলে ধরবে। তামিম এবং শাওমি উভই তাদের নিজ জায়গা থেকে সৎ, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব দ্বারা নিজেদের অবস্থান আরও দৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, তামিম ইকবালের অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের সঙ্গে শাওমির সম্পর্ককে আরও জোরদার করণের পাশাপাশি দেশের লয়্যাল শাওমি ফ্যানদের জন্য দারুণ কিছু বয়ে আনবে।’

এই পার্টনারশিপের লক্ষ্য, তামিমের উৎসাহমূলক ক্রিকেট জীবনের সঙ্গে শাওমির উদ্ভাবনী পণ্যগুলো যুক্ত করে দেশের তরুণ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub