শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

শীতকালে গিজারে পানি গরম করেন? এসব ভুল করলে বিপদ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

শীতকালে পানি গরম করতে অনেকেই বাসা-বাড়িতে গিজার বসান। গিজার ব‍্যবহারের ক্ষেত্রে অনেকগুলি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে ব‍্যবহার না করলে বড় বিপদ হতে পারে। শুধু তাই নয়, বিদ‍্যুতের শকও লাগতে পারে।

শুধু তাই নয়, ভুলভাবে ব‍্যবহার করলে স্নানের পানিও কারেন্ট হয়ে যেতে পারে। ঝটকা লাগতে পারে স্নান করতে গেলে। তাই খুব সাবধানে ব‍্যবহার করা উচিত। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: এই ভুলে গিজার বিস্ফোরণ হয়

গিজার উত্‍পাদনকারী কোম্পানিগুলোও নির্দেশ দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব‍্যবহারকারীরা অবহেলা করেন এইসব নিয়মের। গিজার ব্যবহার করার সময় কী কী বিষয় মাথায় রাখা জরুরি? জেনে নিন।

gyser

গিজার চালানোর সময় এসব বিষয়ে সতর্ক থাকুন 


বিজ্ঞাপন


১. পুরনো গিজারে কোনও ফুটা, অদ্ভুত শব্দ বা মরিচা ধরছে কিনা তা নিয়মিত পরখ করুন। সতর্ক থাকুন। সময়মতো ছোটখাটো সমস্যা চিহ্নিত করলে পরবর্তীতে বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়।

২. নির্দিষ্ট সময় অন্তর গিজার পরিষ্কার করা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে গিজারে পানির দাগসহ অন‍্যান‍্য নোংরা জমা হতে পারে। তাই পরিষ্কার করা জরুরি। এটি বিপজ্জনক হতে পারে।

gyser-pic

৩. গিজারে একটি প্রেসার রিলিফ ভালভ দেওয়া আছে, যা আপনার গিজারকে খুব বেশি গরম হতে এবং খুব বেশি চাপের মধ্যে আসতে বাধা দেয়। 
গিজারে একটি প্রেসার রিলিফ ভালভ দেওয়া আছে, যা আপনার গিজারকে খুব বেশি গরম হতে এবং খুব বেশি চাপের মধ্যে আসতে বাধা দেয়।

৪. যদি কোনও কারণে এই ভালভ আটকে যায়, তবে গিজারে বিস্ফোরণও হতে পারে। তাই এই ভালভ সঠিকভাবে কাজ করছে কিনা তা বছরে একবার পরীক্ষা করুন।

৫. প্রতিটি যন্ত্রের একটি আয়ুষ্কাল থাকে। যদি আপনার গিজারও বারবার সমস্যা সৃষ্টি করে বা আগের মতো আর পানি গরম করতে না পারে, তাহলে সম্ভবত এটি প্রতিস্থাপন করার সময় এসেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন