শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি না বোঝার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

whatsapp

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেসেজ থেকে শুরু করে অডিও, ভিডিও কল করা যায় এই প্ল্যাটফর্মে। জনপ্রিয়তার কারণে  এই অ্যাপে সাইবার জালিয়াতির ঘটনাও বাড়ছে। হানা দিচ্ছে হ্যাকাররা। চুরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য, ডেটা।

রোগের যেমন উপসর্গ থাকে। হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ারও তেমন কিছু লক্ষণ রয়েছে। সেগুলো দেখলে বুঝতে হবে গড়বড় আছে। কী সেই লক্ষণ? এখানে সেগুলোই বিস্তারিত জানানো হল। ইউজার সহজেই বুঝতে পারবেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না।


বিজ্ঞাপন


অজানা কন্টাক্ট: আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা হোয়াটসঅ্যাপে আসে। কিন্তু ইউজার যদি আপনা আপনিই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।

haced

অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট: এটা গুরুতর। ইউজার যদি নিজে কোনও মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব পা পরিবারের কারও কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনাআপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনওভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।

লগ ইনে সমস্যা: যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। সোজা কথায়, হ্যাক হয়ে গিয়েছে। আসলে যাঁর অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করার আগে জানা যাবে কতজন লাইভে আছেন

বারবার ভেরিফিকেশন কোড আসা: হোয়াটসঅ্যাপ যদি বারবার ভেরিফিকেশন কোড পাঠায়, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। এটা তারই লক্ষণ। এই জন্যই বারবার ভেরিফিকেশন কোড আসছে।

হ্যাকিং থেকে বাঁচার উপায়: টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। পাশাপাশি স্ট্রং পিন সেট করার পরামর্শও দেন টেক বিশেষজ্ঞরা।-অজানা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। সন্দেহজনক মেসেজ এলে উপেক্ষা করাই ভালো।

hacking-pic

-অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।

-যদি মনে হয় অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।

-টেক বিশেষজ্ঞরা বলছেন, সবসময় সতর্ক থাকতে হবে। উপরের লক্ষণগুলো দেখলে উপেক্ষা করা ঠিক হবে না। ইউজারকে নিজেই পদক্ষেপ নিতে হবে। তবেই ব্যক্তিগত তথ্য এবং ডেটা সুরক্ষিত থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর