শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনর জিটি সিরিজের নতুন ফোন আনছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ এএম

শেয়ার করুন:

honor new smarphone gt series

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনর নতুন ফোন নিয়ে শিগগিরই বাজারে হাজির হচ্ছে। যার মডেল হবে অনর জিটি। ২০২৩ সালে সর্বশেষ অনর বাজারে এনেছিল অনর ৯০ জিটি। এই ফোনের পরবর্তী মডেল এতদিন পর বাজারে আসছে। 

সম্প্রতি অনর ঘোষণা করেছে যে ডিসেম্বরের মধ্যেই নতুন অনর জিটি উন্মোচিত হবে। তবে সংস্থাটি এখনও আসন্ন ডিভাইসগুলোর সুনির্দিষ্ট নাম জানায়নি। এর মধ্যেই একটি ফোনের ডিজাইন প্রকাশ পেয়েছে, যা অনর ১০০ জিটি মডেল বলে ধারণা করা হচ্ছে। আগেই এই মডেলের কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছিল। এবারে উন্নত ব্যাটারি এবং চিপসেটের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে।


বিজ্ঞাপন


honor_pic

অনর তাদের চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে জানিয়েছে যে নতুন অনার জিটি পণ্যসমূহ ১৬ ডিসেম্বর চীনে উন্মোচিত হবে। এই ইভেন্ট স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। যদিও সংস্থাটি ডিভাইসগুলির নাম প্রকাশ করেনি, তবে একটি মডেল অনার ১০০ জিটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত টিজারে একটি অনর জিটি ফোনের ডিজাইন দেখা গিয়েছে, যেখানে আয়তাকার রিয়ার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। মডিউলে দুইটি ক্যামেরা সেন্সর এবং একটি পিল-আকৃতির এলইডি ইউনিট রয়েছে। ক্যামেরা মডিউলের একটি কোণে ‘জিটি’ লেখাটি খোদিত রয়েছে। টিজারে ফোনটি সাদা বা সিলভার রঙে দেখা গিয়েছে। ফোনটি অনরের নিজস্ব ম্যাজিকওএস অপারেটিং সিস্টেমে চলবে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: কম দামে ৫জি ফোন কোনটি?


বিজ্ঞাপন


অনর ১০০ জিটি মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট এবং ‘হাই-ডেনসিটি সিলিকন’ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি ১.৫কে রেজুলেশন সমৃদ্ধ ফ্ল্যাট এলটিপিএস ডিসপ্লে এবং চোখের সুরক্ষার জন্য প্রযুক্তি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

honor

এছাড়া, ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের সনি ‘আইএমএক্স৯এক্সএক্স’ প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকতে পারে। ডিভাইসটিতে উন্নত নিরাপত্তার জন্য একটি থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত হতে পারে।

অনর ১০০ জিটির প্রত্যাশিত ফিচারগুলো পূর্বসূরি অনর ৯০ জিটির থেকে বেশ উন্নত হতে পারে। অনার ৯০ জিটি মডেলে ছিল ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার মধ্যে সনি আইএমএক্স৮০০ প্রধান সেন্সর ছিল। এই ফোনে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (২৬৬৪ x ১২০০ পিক্সেল) ওএলইডি স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ছিল, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করত। এছাড়া, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ছিল। নতুন অনার জিটি পণ্যসমূহের মধ্যে অনার ১০০ জিটি কী বিশেষ চমক নিয়ে আসে, তা দেখার জন্য প্রযুক্তিপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর