শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ভিভোর এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

vivo x 200 pro

শক্তিশালী ব্যাটারি এবং ক্যামেরা ফিচারে শিগগিরই বাজারে আসছে ভিভো এক্স২০০ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ফোনটি চলতি ডিসেম্বর মাসেই বাজারে আসার কথা রয়েছে। 

ভিভো এক্স ২০০ মডেলটিতে ৬.৬৭ ইঞ্চির ১০ বিট ওএলইডি এলটিপিএস কোয়াড-কাভড ডিসপ্লেসহ আসছে। যা এইচডিআর১০ প্লাস এবং ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস প্রদান করবে। ফোনটিতে একটি ৫৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার ক্ষেত্রে, এতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের দেখা মিলবে। এছাড়া আছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২১ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।


বিজ্ঞাপন


gsmarena_002

আরও পড়ুন: ফোনের বক্সে থাকা এই জিনিসগুলো ভুলেও ফেলবেন না

এই ফোনটি প্রো ভার্সনেও পাওয়া যাবে। ভিভো এক্স ২০০ প্রো মডেলটির ডিসপ্লে এক্স ২০০-এর মতো হলেও এতে কিছু উন্নত ফিচার বর্তমান। এটি ১২০ হার্টজ পর্যন্ত ভেরিয়েবল রিফ্রেশ রেট সমর্থন করে এবং ১.৬৩ মিমি পাতলা বেজেলসহ এলটিপিও প্যানেল উপস্থিত। 

আরও পড়ুন: শাওমি নোট সিরিজের দাম কমল


বিজ্ঞাপন


ক্যামেরার ক্ষেত্রে, প্রো মডেলে পাবেন ২০০ মেগাপিক্সেল কার্ল জেইস এপিও টেলিফটো সেন্সর রয়েছে। এছাড়াও ভি৩ প্লাস ইমেজিং চিপের মাধ্যমে ফোরকে এইচডিআর সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও এবং ৬০ এফপিএস-এ ১০-বিট লগ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।

প্রো মডেলটিতে মডেলটিতে ৬০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি রয়েছে। যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এই দুটি মডেলেই মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৪০০ চিপসেট দ্বারা পরিচালিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর