মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো সার্চ অপশন। এখন থেকে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা সার্চ করতে পারবেন। মূলত শেয়ার করা ছবির সত্যতা যাচাই করাই লক্ষ্য এই ফিচারটি আনা হয়েছে।
অ্যাপটির মধ্যে সরাসরি ওয়েব-ভিত্তিক ছবি সার্চ করার সুবিধা দেবে এই ফিচারটি। বাছাই করা বিটা ব্যবহারকারীদের মধ্যে ধীরে ধীরে এই ফিচার রোল আউট করা হবে। যা ছবি দেখার সময় অ্যাপের অপশন মেন্যুর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যাটে এলো নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপ ট্রেকার ওয়াবেটা ইনফো এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, বিটা ব্যবহারকারীরা এখন এই টুল ব্যবহার করতে পারবেন। যা নিরাপত্তা এবং সুবিধার অতিরিক্ত স্তর প্রদান করবে। সেই সঙ্গে এটি ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে মূল্যবান হয়ে উঠবে।
এই যুগে ডিজিটাল কায়দায় কাটাছেঁড়া করা ছবি এবং ভুল তথ্যের রমরমা বাজার। আর হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারটি আসলে প্র্যাকটিক্যাল টুল হিসেবে কাজ করে। যা ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদান করবে। ব্যবহারকারীদের হাতে অনেক সময় সঠিক তথ্যের অ্যাক্সেস থাকে না, বিশেষ করে তখন, যখন একাধিক চ্যানেলে ব্যাপক ভাবে কোনও ছবি ছড়িয়ে পড়ে। ছবির সত্যতা যাচাই করার ক্ষেত্রে সুবিধা হবে ব্যবহারকারীদের। ভুলভাল তথ্য এবং গুজব ছড়িয়ে পড়া কমাতে সাহায্য করবে হোয়াটসঅ্যাপ। ফলে নিরাপদ তথ্যের একটা পরিবেশ তৈরি হবে।
বিজ্ঞাপন
এই ফিচার ব্যবহার করার উপায়: এই ফিচার ব্যবহার করার জন্য নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি ছবি খুলতে হবে ব্যবহারকারীকে। এরপর থ্রি-ডট মেন্যু আইকনে ক্লিক করতে হবে। এবার ওভারফ্লো মেন্যু থেকে সার্চ অন ওয়েব সিলেক্ট করতে হবে। এর ফলে রিভার্স ইমেজ সার্চ হবে। এতে ছবির আসল উৎস খুঁজে পাওয়া সম্ভব হবে। ছবিটি আদৌ এডিটেড কি না, সেটাও বোঝা যাবে।
এই সার্চ ফাংশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের আসল উদ্দেশ্য হলো, তথ্যের উপর ইউজার কন্ট্রোল বজায় রাখা। একটি মাত্র ট্যাপের সাহায্যে ব্যবহারকারীরা ছবির অরিজিন অথবা ব্যাকগ্রাউন্ড ভালোভাবে বুঝতে পারবেন। এর সত্যতা যাচাই করার জন্য অন্য কোথাও যেতে হবে না। ফলে সময়ও অনেকটাই বেঁচে যাবে। মোট কথা, এই ইন্টিগ্রেটেড টুলটির মাধ্যমে দ্রুত কোনও ছবি সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমেই ক্রস-চেক করে নেওয়া সম্ভব। এতে রোজকার আলাপচারিতায় স্বচ্ছতা এবং বিশ্বাসও বজায় থাকবে।
এজেড