শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোডের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২২, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোডের উপায়

বিশ্বের এক নম্বর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। সারা বিশ্বে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মের। ইউটিউবে ভিডিও দেখার জন্য চাই হাই স্পিড ইন্টারনেট কানেকশন। কিন্তু আপনি চাইলে ইন্টারনেট কানেকশন ছাড়াও ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ইউটিউব অ্যাপের মধ্যে রয়েছে ডাউনলোড অপশন। এই বাটনে ট্যাপ করে ইউটিউবের যে কোনও ভিডিও নিজের ফোনে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তবে জেনে রাখা দরকার, শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা সম্ভব।


বিজ্ঞাপন


youtubeভিডিও ডাউনলোডের উপায়

যদি আপনি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবার হোন তাহলে সব ভিডিও সহজেই নিজের ফোনে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি প্রিমিয়াম ব্যবহারকারী না হন তাহলে যে কোনও ভিডিও ডাউনলোড করলেও তা ৪৮ ঘণ্টা পর্যন্ত দেখা যাবে। 

ফোনে 

ইউটিউব অ্যাপ ওপেন করুন
যে ভিডিও আপনি ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিওটি ওপেন করতে হবে
ভিডিওর একদম ডানদিকের কোনে রয়েছে থ্রি-ডট মেনু। সেখানে ট্যাপ করুন। এরপর একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে।
সেখানে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করুন।
যে ভিডিওটি ডাউনলোড হবে সেটি ইউটিউব অ্যাপের লাইব্রেরি অপশনে দেখতে পাবেন।


বিজ্ঞাপন


youtubeডেস্কটপে

ডেক্সটপ ব্রাউজারে প্রথমে ইউটিউব ওপেন করুন।
এবার যে ভিডিয়ো ডাউনলোড করতে চান সেটি চালু করুন। ভিডিওর নিচেই থাকবে থ্রি ডট মেনু। সেখানে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করুন।
ডাউনলোড সম্পন্ন হলে তা লাইব্রেরি অপশনে দেখা যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর