সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোন কোম্পানির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

কোন কোম্পানির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়? কোন ফোন বেশি জনপ্রিয়? এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান। কেননা, ফোন কেনার ক্ষেত্রে এই তথ্য জানা খুব জরুরি। 

স্মার্টফোন এমন একটি ডিভাইস যা প্রায় সবাই ব্যবহার করে। লোকজন নতুন ফোন কিনতে পছন্দ করে, তবে অবশ্যই লেটেস্ট এডিশন। সেক্ষেত্রে জনপ্রিয় কোম্পানির ফোন গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। 


বিজ্ঞাপন


phn

ভারতের মানুষ কোন কোম্পানির ফোন বেশি কেনেন? এই প্রশ্নের উত্তর দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট। তাদের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে জানা গেছে এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪) ভারতে স্মার্টফোন বিক্রি বার্ষিক ৩% বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও ফোনের দাম বার্ষিক ১২% বৃদ্ধি পেয়েছে, যা এখন পর্যন্ত যেকোনো ত্রৈমাসিকের জন্য সর্বোচ্চ। এই ত্রৈমাসিকে ৫জি ফোনের আধিপত্য ছিল এবং সেগুলির বিক্রি সবচেয়ে বেশি ছিল।

hq720


বিজ্ঞাপন


কাউন্টার পয়েন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের দাম বাড়ার কারণ হচ্ছে মানুষ এখন দামি ফোন কিনছে। একই সঙ্গে বিক্রি বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে, এ বছর উৎসবের মৌসুমে মানুষ প্রচুর ফোন কিনেছে।

আরও পড়ুন: ফোন দ্রুত চার্জ দেওয়ার নিয়ম

স্যামসাং ভারতীয় স্মার্টফোন বাজারে একটি নিজেদের দখল রেখেছে। ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে সর্বোচ্চ আয় করা ব্র্যান্ড তারা। তাদের মার্কেট শেয়ার ছিল ২২.৮%।

phn-2

কাউন্টারপয়েন্টের একজন সিনিয়র বিশ্লেষক প্রাচির সিং বলেছেন, স্যামসাংয়ের মার্কেট শেয়ার ২৩%, যা সর্বোচ্চ। কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস সিরিজের উপর ফোকাস করছে এবং সস্তা ফোনগুলোকে আরও ভালো করে তুলছে। এ-সিরিজ ফোনগুলোতে গ্যালাক্সি এআই বৈশিষ্ট্যগুলোও অফার করছে।

অ্যাপল দ্বিতীয় স্থানে রয়েছে এবং এর মার্কেট শেয়ার ২২%। অ্যাপল ছোট শহরগুলোতেও বেশি মনোযোগ দিচ্ছে, যার কারণে নতুন আইফোনের বিক্রি বাড়ছে।

আরও পড়ুন: আইফোন ব্যবহারে ক্যানসার পরীক্ষায় নতুন সাফল্য

আইফোন ১৫ এবং আইফোন ১৬ সিরিজের ভালো বিক্রিতেও অ্যাপল প্রচুর লাভ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ এখন দামি ফোন কিনছে। অ্যাপল ভারতে ব্র্যান্ড ইমেজ গড়েছে।

pohn

মার্কেট শেয়ারের পরিপ্রেক্ষিতে ভিভো, অপো এবং শাওমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। কিন্তু বিক্রির নিরিখে এক নম্বরে থেকেছে ভিভো। এর পরে রয়েছে শাওমি, স্যামসাং, অপো এবং রিয়েলমি।

কাউন্টারপয়েন্ট রিসার্চ বিশ্লেষক শুভম সিং বলেছেন, ‘ভিভো সারা বছর ধরে বেশ ভালো বাজার ধরেছে। ভারতে সবচেয়ে বেশি ফোন কোম্পানিতে পরিণত হয়েছে।

এই ত্রৈমাসিকে ৫জি ফোনের বিক্রি সবচেয়ে বেশি এবং মোট বিক্রি ৮১% ৷ ১০ থেকে ১৫ টাকার মধ্যে ফোনে ৫জি ফোনের বিক্রি ৯৩% পৌঁছেছে, কারণ কোম্পানিগুলো সস্তা ফোনেও ৫জি নিয়ে আসছে৷

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন