মাঝে-মাঝেই দেখবেন ফোনে নেটওয়ার্ক চলে গেল৷ তখন বেশ ঝামেলায় পড়তে হয়। এর জন্য নেটওয়ার্ক অপারেটর অনেকটাই দায়ী। এছাড়াও আপনার কিছু কৌশলে ইন্টারনেট সিগন্যাল ধরে রাখতে পারেন। জানুন কীভাবে স্মার্টফোনে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাবেন।
ফোন চালাতে চালাতে হঠাৎই দেখলেন ইন্টারনেট ডাউন হয়ে যায়? দেখে নিন কীভাবে নেটওয়ার্কের স্পিড বাড়ানো যায়৷
বিজ্ঞাপন
প্রথমেই গুগল স্টোর থেকে নেটওয়ার্ক বুস্ট অ্যাপ ডাউনলোড করে নিন৷

ফোনে এমন অনেক অ্যাপ রয়েছে, সেগুলো কোনও কাজেই লাগে না৷ সেইগুলো ফোন থেকে মুছে ফেলুন৷
আরও পড়ুন: নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর!
বিজ্ঞাপন
যতটা পারবেন ফোনের মেমোরি হালকা করবেন৷ মাঝে মাঝেই ফোনের হিস্ট্রি মুছে ফেলুন৷ ফোনে কোনও আপডেট আছে কিনা খেয়াল করুন৷
অনেক সময়ে আমাদের অলক্ষ্যে কোনও অ্যাপ চলে৷ এই রকম কোনও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে কিনা খেয়াল করুন৷
এজেড

